Homeখবররাজ্যজোট অধরা, একে অন্যকে দুষছে বাম-আইএসএফ

জোট অধরা, একে অন্যকে দুষছে বাম-আইএসএফ

প্রকাশিত

কলকাতা: আইএসএফের সঙ্গে বামেদের লোকসভায় আসন সমঝোতা ভেস্তে গিয়েছে। জোটের ব্যাপারে আইএসএফের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার নতুন করে পাঁচ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে নওশাদ সিদ্দিকিদের কাঠগড়ায় তুলে বিমান বলেন, “এই জোটের ব্যাপারে আন্তরিকতা ছিল কিনা বুঝতে পারছি না।”

আইএসএফের সঙ্গে বামেদের লোকসভায় আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় হতাশ হতাশ আইএসএফের অনেক কর্মীও। এ জন্য বামেদেরই তাঁরা দুষছেন। বামেরা অবশ্য তা মানেনি। বিমান বলেন, “তারা গতকাল বলেছে আসন সমঝোতা করে জোট হল না, এর দায় বর্তায় বামেদের উপর। কী করে বামেদের দায়িত্ব আসে! এমনও হয়েছে আলোচনা আছে ৪টের সময়, আর এসেছে ৫টায়। এই জোটের ব্যাপারে আন্তরিকতা ছিল কিনা বুঝতে পারছি না। আমরা দায়ী নই।”

গত ২০২১ বিধানসভা ভোটে রাজ্যে তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা। যাতে বামফ্রন্ট এবং কংগ্রেস ছাড়াও ছিল আইএসএফ। গত কয়েকটি নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে ভাল ফল করেছিল আইএসএফ। বামেদের সঙ্গে জোট করেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভাঙড়ে জেতে আইএসএফ। গত বছর পঞ্চায়েত নির্বাচনেও বামেদের সঙ্গে জোট করে বেশ কিছু আসন জিতে নেয় আইএসএফ। কর্মীদের মতে, এ বারেও জোট হলে সার্বিক ভাবে ফলাফল ভাল হতো। দলের নিচুতলার কর্মীরাও জোটের অপেক্ষাতেই ছিলেন।

তবে এ বারের লোকসভা ভোটে সেই জোটে এবার ইতি পড়ল বলেই ধরে নেওয়া যেতে পারে। কয়েক দিন ধরেই বামেদের সঙ্গেই টানা আলাপ-আলোচনা দেখা গিয়েছে আইএসএফের। অন্য দিকে, কিছুটা দূরত্ব রেখে চলতে দেখা গিয়েছে কংগ্রেসকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সরাসরি জানিয়ে দিয়েছিলেন, “ওদের সঙ্গে আমাদের খুব একটা কথা হতো না। হতো তো বামেদের।”

এ দিকে, জোট নিয়ে বাম-কংগ্রেসকে দুষেছিলেন নওশাদ সিদ্দিকি। বলেছিলেন, জোট নিয়ে বামফ্রন্ট-কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু, দেখছি শুধু সময়টা শেষ হচ্ছে। টাইম কিল হচ্ছে। সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। বামফ্রন্ট চেয়ারম্যান অবশ্য় এই অভিযোগ মানতে নারাজ। তিনি কোনো রাখঢাক না করেই জানান, একাধিকবার আসন সমঝোতা নিয়ে কথা বলার জন্য ডাকা হলেও আইএসএফ নেতৃত্ব আসেননি। এলেও সময়ে আসেননি। শুধু কি তাই, ঘুরিয়ে নওশাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।

কেন ‘লাইভ স্ট্রিমিং’-জটে বারবার ভেস্তে যাচ্ছে বৈঠক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুঘণ্টা অপেক্ষা করছি।” এর পর কার্যত কাতর সুরে প্রশ্ন, “এটুকু সম্মানও দেবে না।”
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?