Homeখবররাজ্য৪২-এ ২১! আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

৪২-এ ২১! আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

প্রকাশিত

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় প্রথমদফার প্রার্থীতালিকায় ১৬ জনের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। শুধুমাত্র আলিপুরদুয়ার আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আর চার জন প্রার্থীর নাম ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ফলে, সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলার ৪২টি আসনের মধ্যে ২১টিতে প্রার্থী ঘোষণা করল বামেরা।

প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি।  এই দফায় শুধুমাত্র সিপিএমের প্রার্থীদের নামই ঘোষিত হয়েছে। অন্য কোনো শরিক দলের কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।

বামফ্রন্টের অন্য শরিকরা ছাড়াও রয়েছে আইএসএফ। কংগ্রেসের সঙ্গেও আলোচনা চলছিল। কিন্তু তাতে এখনও পুরোপুরি সবুজ সঙ্কেত মেলেনি। ইতমিধ্যে রাজ্যের আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। অন্য দিকে, সিপিএমের সঙ্গে কথা চলাকালীনই আইএসএফ ঘোষণা করে দিয়েছে, তারা আটটি আসনে লড়বে। তার মধ্যে রয়েছে সিপিএমের প্রার্থী দেওয়া যাদবপুরও।

তৃতীয় দফায় ঘোষিত চার প্রার্থী

১. মুর্শিদাবাদ: মহম্মদ সেলিম (সিপিআইএম)

২. রানাঘাট: অলোকেশ দাস (সিপিআইএম)

৩. বর্ধমান দুর্গাপুর: ড. সুকৃতি ঘোষাল (সিপিআইএম)

৪. বোলপুর: শ্যামলী প্রধান (সিপিআইএম)

দ্বিতীয় দফায় এক প্রার্থী

১.আলিপুরদুয়ার: মিলি ওরাওঁ (আরএসপি)

প্রথমদফার তালিকায় বামফ্রন্টের ১৬ প্রার্থী

১. কোচবিহার: নীতিশচন্দ্র রায় (ফব)

২. জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (সিপিআইএম)

৩. বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)

৪. কৃষ্ণনগর: এসএম শাদি (সিপিআইএম)

৫. যাদবপুর: সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)

৬. দমদম: সুজন চক্রবর্তী (সিপিআইএম)

৭. শ্রীরামপুর: দীপ্সিতা ধর (সিপিআইএম)

৮. দক্ষিণ কলকাতা: সায়রা শাহ হালিম (সিপিআইএম)

৯. হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)

১০. হুগলি: মনোদীপ ঘোষ (সিপিআইএম)

১১. তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)

১২. মেদিনীপুর: বিপ্লব ভট্ট (সিপিআইএম)

১৩. বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)

১৪. বিষ্ণুপুর: শীতল কৈব্যর্ত (সিপিআইএম)

১৫. বর্ধমান পূর্ব: নীরজ খান (সিপিআইএম)

১৬. আসানসোল: জাহানারা খান (সিপিআইএম)

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

ইডির মামলায় জামিন কল্যাণময়ের, তবে এখনও জেলমুক্তি নয়, অন্য কোন মামলায় তাঁকে থাকতে হবে জেলে?

ইডির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকছেন তিনি।

উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ফের রোদের দেখা

উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, কলকাতায় সোমবারের পর মঙ্গলবার রোদের দেখা মিলল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে