Homeখবররাজ্যবাংলার ৪ আসনে প্রার্থী ঘোষণা বাকি, আসানসোল থেকে বিজেপির প্রার্থী হতে পারেন...

বাংলার ৪ আসনে প্রার্থী ঘোষণা বাকি, আসানসোল থেকে বিজেপির প্রার্থী হতে পারেন জিতেন্দ্র তিওয়ারি!

প্রকাশিত

আসন্ন লোকসভা ভোটে বাংলার চার আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, আসানসোল এবং বীরভূমে এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। তবে সূত্রের খবর, এই আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা না করা হলেও কোথায় কাকে টিকিট দেওয়া হবে, তা চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির!

এরই মধ্যে জোর জল্পনা, জিতেন্দ্র তিওয়ারি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে প্রার্থী করেছে বিজেপি। এর পরই আসানসোলের জন্য জিতেন্দ্রর নাম নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। শোনা যাচ্ছে, আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এএমসি) প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমনিতে জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের একজন ‘ভূমিপুত্র’। একই সঙ্গে তিনি একজন অ-বাংলাভাষী, ফলে ‘বিহারিবাবু’তে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারেন তিনি। এর আগে আসানসোল লোকসভা আসনের জন্য বিজেপি ভোজপুরি গায়ক এবং অভিনেতা পবন সিংকে প্রার্থী করেছিল। কিন্তু নিজের নাম প্রত্যাহার করে নেন পবন।

একাংশের মতে, জিতেন্দ্র তিওয়ারি রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগদান করেন আসানসোলের প্রাক্তন মেয়র। ক’দিন আগে নিজের এক্স হ্যান্ডলের একটি পোস্টে জিতেন্দ্র লেখেন, আসানসোল লোকসভা আসনে চমক থাকবে। এক জন স্থানীয় নেতাকেই প্রার্থী হিসাবে বেছে নেওয়া হবে।

বিজেপির স্থানীয় নেতাদের কথায়, আসানসোল কেন্দ্রটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কেন্দ্রে এমন একজনকে প্রার্থী করা হবে, যিনি রাজ্যের শাসক দলের প্রার্থীর সঙ্গে লড়াই করে ২০১৪ ও ২০১৯ সালের মতো যাতে ফল করতে পারেন। খুব শীঘ্রই বাংলার বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করবে বিজেপি। এখন দেখার, শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব আসানসোল কেন্দ্রে কাকে প্রার্থী করেন!

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...