Homeখবররাজ্যফাঁস নয়, পরিকল্পিত অন্তর্ঘাত! মাধ্যমিকের ইংরাজি প্রশ্নফাঁস বিতর্কে বিবৃতি পর্ষদের

ফাঁস নয়, পরিকল্পিত অন্তর্ঘাত! মাধ্যমিকের ইংরাজি প্রশ্নফাঁস বিতর্কে বিবৃতি পর্ষদের

প্রকাশিত

কলকাতা: শুক্রবার মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদ জানায়, “লিক নয়, পুরোপুরি অন্তর্ঘাত”। কে বা কারা এ কাজ করেছে তা নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কী অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির?

একটি ইংরাজি প্রশ্নপত্রের তিনটি পাতা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে বিজেপি নেতার দাবি, পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। টুইটারে সুকান্ত লেখেন, “আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এ বারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে”।

জবাব মধ্যশিক্ষা পর্ষদের…

বেলাশেষে সামগ্রিক বিষয়টি নিয়ে অবশেষে বক্তব্য পাওয়া যায় পর্ষদের। পর্ষদের তরফে প্রশ্নফাঁস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সোশ্যাল মিডিয়ায় দুপুর ১.৪০টা থেকে প্রচারিত তিনটি ছবি আজ মাধ্যমিকের ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের তিনটি পৃষ্ঠা। বিষয়টি আসলে একটি পরিকল্পিত ‘ষড়যন্ত্র’, ‘ফাঁস’ নয়।”

board

পর্ষদের মতে, যদি সত্যি প্রশ্ন ফাঁস হয়ে যেত, তা হলে শুধু তিনটি নয়, পরীক্ষা শুরুর আগে সব ১৬ পৃষ্ঠাই হতো। একইসঙ্গে ইতিমধ্যেই প্রশাসনকে সংশ্লিষ্ট ‘ষড়যন্ত্র’-এর উৎস খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গাপাধ্যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ বারের মাধ্য়মিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পর্ষদ ও পুলিশের তরফে সুষ্ঠু পরীক্ষা আয়োজনের জন্য সবরকম প্রস্ততি নেওয়া হয়েছে। সমতল থেকে পাহাড়-পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুমও। গতকাল বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা তথা ইংরাজির দিনই তৈরি হল বিতর্ক। তবে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় না দেওয়ার বার্তা দিয়ে পর্ষদের দাবি, “ছবিগুলি যখন প্রচার করা হয় তখন পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলেই পরীক্ষা হলের ভিতরে ছিলেন। তাই পরীক্ষায় এর কোনো প্রভাব পড়েনি।”

অন্য দিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলায় সুকন্তকে একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “সুকান্ত মজুমদার শিক্ষা জগতের লোক। তাঁর এই ধরনের রাজনীতি মানায় না”।

আরও পড়ুন: মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্র ফাঁস? বিজেপি নেতার টুইট ঘিরে জল্পনা

সাম্প্রতিকতম

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে।...

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।

আরও পড়ুন

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...