কলকাতা: শুক্রবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন দ্বিতীয় ভাষার পরীক্ষা। এরই মধ্যে চাঞ্চল্যকর প্রশ্ন উসকে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একটি ইংরাজি প্রশ্নপত্রের তিনটি পাতা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে বিজেপি নেতার দাবি, পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে।
টুইটারে সুকান্ত লেখেন, “আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এ বারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে”।
যে ‘প্রশ্নপত্র’ সুকান্ত টুইট করেছেন, তা পরীক্ষার শেষেও পরীক্ষার্থীদের বাইরে আনার নিয়ম নেই। প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয়। ফলে সুকান্ত কী ভাবে ‘প্রশ্নপত্র’ পেলেন, সে প্রশ্ন উঠেছে। পরীক্ষা চলাকালীন সুকান্ত ‘প্রশ্নপত্রের’ একাংশ সামনে এনে বিধিভঙ্গ করেছেন বলেও অভিযোগ উঠেছে। সুকান্তের পোস্টের তলায় টুইটারে এ নিয়ে মন্তব্যও করেছেন অনেকে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
শুধু বিজেপি নেতা সুকান্ত মজুমদারই নন, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যও নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সৃজন লিখেছেন, “মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোনো কুন্তল তাপস মানিক লুকিয়ে নেই তো”?
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্য়মিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পর্ষদ ও পুলিশের তরফে সুষ্ঠু পরীক্ষা আয়োজনের জন্য সবরকম প্রস্ততি নেওয়া হয়েছে। সমতল থেকে পাহাড়-পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুমও। গতকাল বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা তথা ইংরাজির দিনই তৈরি হল বিতর্ক।
আরও পড়ুন: বাড়বে গরমের দাপট, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও