Homeরাজ্যমালদাইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর খুনে টাউন সভাপতির গ্রেফতার

ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর খুনে টাউন সভাপতির গ্রেফতার

প্রকাশিত

ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর খুনে টাউন সভাপতির গ্রেফতার, বড় ষড়যন্ত্রের আভাস

মালদহের ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা নামে আরও এক অভিযুক্তকে। স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা ছিল।

গত ২ জানুয়ারি দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। ঘটনার তদন্তে উঠে এসেছে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ। নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের পুরসভা ভোটে দুলাল সরকারের সঙ্গে তাঁর গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে ওঠে। তৎকালীন পুরসভা নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডে তিওয়ারির স্ত্রী পরাজিত হন এবং বিজেপি জয়লাভ করে, যার পেছনে দুলাল সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ।

তদন্তের অংশ হিসেবে নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ এবং অখিলেশ তিওয়ারিকে গতকাল ইংরেজবাজার থানায় তলব করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ ও স্বপন শর্মাকে গ্রেফতার করা হয়। পুলিশের মতে, দুলাল সরকার খুনের পেছনে এই দ্বন্দ্বের যোগসূত্র থাকতে পারে।

পুলিশ এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন বিহারের এবং তিনজন ইংরেজবাজারের বাসিন্দা। তবে আরও দুই অভিযুক্ত এখনও পলাতক।

পুলিশি তলবের আগে নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, “আমরা এই ঘটনায় জড়িত নই। আমাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমরা তদন্তে পুরো সহযোগিতা করছি।”

পুলিশের ধারণা, পুরসভা নির্বাচনের পুরনো বিবাদ এবং দুলাল সরকারের বিরুদ্ধে তিওয়ারি গোষ্ঠীর অসন্তোষই এই খুনের পেছনে মূল কারণ। তদন্ত আরও এগোলে বেরিয়ে আসতে পারে নতুন তথ্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

আরও পড়ুন

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

মালদহে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের দাপুটে নেতা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারে দুষ্কৃতীদের ছোড়া গুলি...

মালদায় ধানক্ষেতের পাশ থেকে মহিলার দেহ উদ্ধার, মুখ দগ্ধ অ্যাসিডে, শরীরে কাটাছেঁড়া, পাশে পড়ে গর্ভনিরোধক

রবিবার সকালে ধানক্ষেতের পাশে এই ভাবে বীভৎস অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর পরিচয় জানা যায়নি।