Homeখবররাজ্যরেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার দ্বিতীয় দিন, চলবে সন্ধে ৬টা পর্যন্ত

রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার দ্বিতীয় দিন, চলবে সন্ধে ৬টা পর্যন্ত

প্রকাশিত

কলকাতা: রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে বুধবার বেলা ১২টা থেকে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধে ৬টা পর্যন্ত ধরনা চলবে। টানা ৩০ ঘণ্টা ধরে ধরনামঞ্চে থাকার কথা মুখ্যমন্ত্রীর।

কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘যারা দিন আনে দিন খায় তাদের টাকা আটকে দেওয়া হয়েছে। মানুষের দাবি আদায়ে এক বার নয়, এক কোটি বার ধর্নায় বসব। আমার দল ক্ষমতায় আছে। তার মানে মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। প্রধানমন্ত্রীর বাড়ির পাশেও বসতে পারি। আমি জনপ্রতিনিধি’’।

কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন মমতাও। এত লোকের বিমান ভাড়া, খাওয়া-থাকার খরচ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘‘ওই টাকা পেলেও কিছু গরিব মানুষকে দেওয়া যেত। বলে আসছে (রাজ্য বিজেপি), টাকা দিও না, আমরা জিততে পারব না। তৃণমূল সরকার কাজ করে দেখিয়ে দেবে।’’

ধরনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মমতা প্রথম দিনই জানিয়ে দিয়েছেন, “এটা রাজ্য সরকারের তরফে নয়, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এই ধর্নামঞ্চ। কিন্তু আমি সরকারের পক্ষ থেকে আছি, আমাদের সব মন্ত্রীরাও আছেন। আমি ডবল ডিউটি পালন করছি, বিজেপির মতো সরকারের টাকা মিসইউজ করি না”।

কী কারণে ধরনার মুখ্যমন্ত্রীর?

মূলত ৯টি ইস্যুকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুগুলির মধ্যে অন্যতম বাংলাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা। রাজ্যের প্রাপ্য প্রায় ১ লক্ষ কোটি টাকা। ১০০ দিনের কাজে বকেয়া সাত হাজার কোটি টাকা। আবাস যোজনায় কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য ৮ হাজার ২০০ কোটি টাকা। কেন্দ্রীয় এজেন্সির দ্বারা বিরোধীদের হেনস্থা। ইত্যাদি।

আরও পড়ুন: সপ্তাহান্তে ঝড়বৃষ্টি জেলায় জেলায়, কতটা প্রভাব পড়বে কলকাতায়

সাম্প্রতিকতম

স্মার্টফোনে ম্যালওয়্যার আছে কি না কী ভাবে বুঝবেন, কী করবেন ফোনকে সুরক্ষিত রাখতে

স্মার্টফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ নেটজালে বন্দি রয়েছি আমরা, নেটের...

ভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন তাঁর পরিচয়

আরবিআই-এর ২৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেলেন সঞ্জয় মালহোত্রা। তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এই প্রথিতযশা আইএএস অফিসার।

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে...

আরও পড়ুন

ভোটার কার্ডে ভুল পরিচয়, ৬ বছর কারাবাস, অবশেষে পরিবারের কাছে ফিরলেন নলিনী

ভুল পরিচয়ে ৬ বছর কারাবাস। নলিনী চৌধুরীর পরিবারকে খুঁজে বের করে তাঁর মুক্তির ব্যবস্থা করল ডিএলএসএ।

আলু না দিলে সব্জি নয়, ঝাড়খণ্ড সীমানায় লরি আটকে ক্ষোভ বাসিন্দাদের

আলু রফতানিতে কড়াকড়ি করায় ঝাড়খণ্ডে আলুর দাম অস্বাভাবিক বেড়েছে। এর প্রতিবাদে বাংলার সব্জি লরি আটকে সীমান্তে বিক্ষোভ ঝাড়খণ্ডবাসীর।

ইডির মামলা থেকে জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’, হাই কোর্টের শর্তসাপেক্ষে অনুমতি

কলকাতা হাই কোর্টের তিনটি শর্তে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে