Homeখবররাজ্যকপ্টার বিভ্রাটে পা-কোমরে চোট, অসহ্য যন্ত্রণা নিয়ে এসএসকেএম-এ মমতা

কপ্টার বিভ্রাটে পা-কোমরে চোট, অসহ্য যন্ত্রণা নিয়ে এসএসকেএম-এ মমতা

প্রকাশিত

কলকাতা: খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির কাছে সেবকে বিমান ঘাঁটিতে অবতরণ করে হেলিকপ্টার। নামতে গিয়ে পা-কোমরে চোট পান মুখ্যমন্ত্রী।

কলকাতায় ফিরিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয় তাঁকে। গাড়ি থেকে নামার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। পায়ে চোট রয়েছে, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে। বাঁ পা ফেলতে পারছেন না তিনি। তবে হুইল চেয়ার বা স্ট্রেচার আনা হলেও, তা নিতে চাননি তিনি। মুখ্যমন্ত্রীকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: প্রত্যেকের জন্য বাড়ি! চা-বাগানের সমস্যা সমাধানে জোরালো বার্তা মমতার

প্রাথমিক ভাবে, উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনটি বরাদ্দ হয় মমতার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা হবে বলে জানা যায়। এই মুহূর্তে মমতার হাঁটতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ হয় সেবকে বায়ুসেনার ঘাঁটিতে বিমানের। সেখানেই কপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান মমতা।

বিশেষ বিমানে চাপিয়ে কলকাতায় আনা হয় তাঁকে। বিকেল ৫টার কিছু ক্ষণ আগে কলকাতা বিমানবন্দরের নামার পর তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর গাড়ি করেই হাসপাতালের রওনা হন। তাঁর এমআরআই করার কথা।

মুখ্যমন্ত্রীর চোটের খবর পাওয়া মাত্র তৎপরতা শুরু হয় প্রশাসনিকস্তরে। পুলিশ কর্তা থেকে একাধিক প্রশাসনিক প্রধান এসএসকেএম-এ আসেন। মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও হাজির হন এসএসকেএম-এ। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণের পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে কথা তিনি টুইটারে নিজেই জানিয়েছেন। রাজভবন থেকে ফুল পাঠানো হয় উডবার্নে।

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

মিলল না কোনওরকম রক্ষাকবচ, পঙ্কজ দত্তের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি...

পুজোর মুখেই নিম্নচাপের ভ্রূকুটি, কতটা প্রভাব পড়বে আবহাওয়ায়?

খবর অনলাইনডেস্ক: দেবীপক্ষ শুরু হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যেই আবহাওয়া কু ডাকতে শুরু করেছে। নিম্নচাপের...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?