Homeখবররাজ্যকপ্টার বিভ্রাটে পা-কোমরে চোট, অসহ্য যন্ত্রণা নিয়ে এসএসকেএম-এ মমতা

কপ্টার বিভ্রাটে পা-কোমরে চোট, অসহ্য যন্ত্রণা নিয়ে এসএসকেএম-এ মমতা

প্রকাশিত

কলকাতা: খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির কাছে সেবকে বিমান ঘাঁটিতে অবতরণ করে হেলিকপ্টার। নামতে গিয়ে পা-কোমরে চোট পান মুখ্যমন্ত্রী।

কলকাতায় ফিরিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয় তাঁকে। গাড়ি থেকে নামার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। পায়ে চোট রয়েছে, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে। বাঁ পা ফেলতে পারছেন না তিনি। তবে হুইল চেয়ার বা স্ট্রেচার আনা হলেও, তা নিতে চাননি তিনি। মুখ্যমন্ত্রীকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: প্রত্যেকের জন্য বাড়ি! চা-বাগানের সমস্যা সমাধানে জোরালো বার্তা মমতার

প্রাথমিক ভাবে, উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনটি বরাদ্দ হয় মমতার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা হবে বলে জানা যায়। এই মুহূর্তে মমতার হাঁটতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ হয় সেবকে বায়ুসেনার ঘাঁটিতে বিমানের। সেখানেই কপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান মমতা।

বিশেষ বিমানে চাপিয়ে কলকাতায় আনা হয় তাঁকে। বিকেল ৫টার কিছু ক্ষণ আগে কলকাতা বিমানবন্দরের নামার পর তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। বিমানবন্দরে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর গাড়ি করেই হাসপাতালের রওনা হন। তাঁর এমআরআই করার কথা।

মুখ্যমন্ত্রীর চোটের খবর পাওয়া মাত্র তৎপরতা শুরু হয় প্রশাসনিকস্তরে। পুলিশ কর্তা থেকে একাধিক প্রশাসনিক প্রধান এসএসকেএম-এ আসেন। মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও হাজির হন এসএসকেএম-এ। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণের পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে কথা তিনি টুইটারে নিজেই জানিয়েছেন। রাজভবন থেকে ফুল পাঠানো হয় উডবার্নে।

সাম্প্রতিকতম

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আপাতত সামান্য ঝড়বৃষ্টি, গরম বাড়লেও তাপপ্রবাহ নয়

দক্ষিণবঙ্গে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে কমবে বৃষ্টি, বাড়বে গরম। ৩০ এপ্রিলের পর আবার ফিরবে ঝড়বৃষ্টি।

নির্মাণ ও পরিবহণ শ্রমিকদের জন্য অনলাইনেই পেনশন আবেদন, রাজ্যে চালু নতুন প্রক্রিয়া

রাজ্যের অসংগঠিত নির্মাণ ও পরিবহণ শ্রমিকরা এবার থেকে অনলাইনে আবেদন করেই পেতে পারেন পেনশন। একমাসেই মিলবে সুবিধা।

মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের উঠতে আর বাধা নেই, শিয়ালদহ ডিভিশনে বড় সিদ্ধান্ত রেলের

শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লোকাল ট্রেনে এবার পুরুষরাও উঠতে পারবেন। ভিড় কমায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কামরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে