কলকাতা: শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সোমবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর দেন মমতা। জানান, “আমার যেটুকু মনে হল, হাত নাড়লেন, ভালোই আছেন। স্থিতিশীল আছেন। তবে আমি তো চিকিৎসক নই। এর বেশি কিছু বলতে পারব না”।
হাসপাতালে ভর্তির সময় অত্যন্ত সংকটজনক ছিল বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা। তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। এ দিন সামান্য উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনের বাইরে বার করে আনা হয়।
মমতা জানান, “ওঁকে এখন ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। তবে বাইপ্যাপ সার্পোটে আছেন। আমার মনে হয় প্যারামিটারগুলো অনেকটাই ঠিক আছে। তবে সে ব্যাপারে বিস্তারিত জানাবেন চিকিৎসকেরা। ওঁর জন্য বোর্ড গঠন করা হয়েছে।”
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে চিকিৎসক সৌতিক পণ্ডা জানান, “এখন পর্যন্ত স্থিতিশীল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সারাক্ষণ নজরদারি চলছে। প্যারামিটারগুলির ওঠা-নামা নোট করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
আরও পড়ুন: সোমবার সকালে হল ফুসফুসের সিটি স্ক্যান, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য