Homeখবররাজ্যবাংলায় লোকসভা ভোট প্রচারে সর্বাধিক হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের

বাংলায় লোকসভা ভোট প্রচারে সর্বাধিক হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের

প্রকাশিত

চলতি লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, গোটা নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রচার কর্মসূচিতে মোট ৫২১ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। অন্যদিকে, রাজ্যে বিজেপি ১২৪টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে। কংগ্রেসের ব্যবহারের সংখ্যা ছিল মাত্র দু’টি। এবারের প্রচারে বামেরা কোনও হেলিকপ্টার ব্যবহার করেনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল মোট ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল, যার মধ্যে ৫২১ বার অনুমোদন পেয়েছে। বিজেপি ১৮৩ বার প্রচারে কপ্টার ব্যবহার করেছে। নির্দল প্রার্থীরাও দু’বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে দু’বারই ছাড়পত্র পেয়েছে। তাদের ব্যবহারের সংখ্যার সঙ্গে কংগ্রেস সমান।

উল্লেখ্য, ভোটের প্রচারে দেশের মধ্যে বাংলাই এগিয়ে আছে। এ রাজ্যে প্রায় ১ লক্ষ সভা, মিছিল-সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আর কোনও রাজ্যে ভোটের প্রচারে এত বেশি সভা, মিছিল ইত্যাদি হয়নি।

বৃহস্পতিবার শেষ দফার ভোটপ্রচার শেষে কমিশন সূত্রে জানা যায়, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে এক লক্ষ ১৯ হাজার ২৭৬টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। রাজ্যের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ১০,৬৮৮টি কর্মসূচি হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

তৃণমূলের ব্যাপক প্রচার 

তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক প্রচারের মাধ্যমে দলের শক্তিকে আরও বৃদ্ধি করতে চেয়েছে। হেলিকপ্টার ব্যবহার ও প্রচারের এই পরিসংখ্যান প্রমাণ করে যে, তৃণমূল নির্বাচনী লড়াইয়ে কতটা গুরুত্ব দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের এই প্রচেষ্টা তাদের ভোটব্যাঙ্ককে কি আরও সুসংহত করবে? জানা যাবে ৪ জুন।

পড়ুন

শনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক 

শনিবার শেষ দফার ভোট, ফলাফলের অপেক্ষায় থাকা শেয়ার বাজারে কী প্রভাব পড়বে

বিজেপি ও অন্যান্য দলের প্রচার 

বিজেপি ও অন্যান্য দলের প্রচারও কম ছিল না, তবে তৃণমূলের তুলনায় তাদের প্রচার ছিল অনেক কম। বিজেপির হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা ছিল ১২৪, যা তৃণমূলের ব্যবহারের সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। কংগ্রেস ও নির্দল প্রার্থীদের হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা ছিল সমান, মাত্র দু’টি করে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।