নোবেলজয়ীর পাশে মমতা, বিশ্বভারতীকে নিলেন এক হাত

বীরভূম : জমি জটে জর্জরিত নোবেল জয়ী অমর্ত্য সেন। তাঁর বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখল করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতেই এবার নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে তুলে দিলেন জমি সংক্রান্ত বিভিন্ন নথি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,’জমি বিতর্ক নিয়ে অমর্ত্য সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে একেবারেই ভিত্তিহীন’। পাশাপাশি অমর্ত্য সেনের মত অর্থনীতিবিদকে অপমান করা হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

বিশ্বভারতী পরিস্থিতি নিয়েও আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। তিনি বলেন,’ আমি চাই বিশ্বভারতী ভালো ভাবে চলুক। কথায় কথায় যাতে ছাত্রছাত্রীদের সাসপেন্ড করা, শোকজ করা, হুমকি দেওয়া বন্ধ হয়’। পাশাপাশি তিনি আরও বলেন, ‘এখানে শুধু গৈরিকীকরণের প্যারেড না করে বিশ্বভারতী ভালভাবে চলুক, এটাই চাই। এরা বড় বড় কথা বলেছিল, তাই আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।’

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এমনও দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, বিশ্বভারতীতে অনেক সময়েই স্থানীয় পুলিশকে ঢুকতে দেওয়া হয় না। এমনকী জেলাশাসককেও ডাকা হয় না বলেই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন