Homeখবররাজ্যনোবেলজয়ীর পাশে মমতা, বিশ্বভারতীকে নিলেন এক হাত

নোবেলজয়ীর পাশে মমতা, বিশ্বভারতীকে নিলেন এক হাত

প্রকাশিত

বীরভূম : জমি জটে জর্জরিত নোবেল জয়ী অমর্ত্য সেন। তাঁর বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখল করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতেই এবার নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে তুলে দিলেন জমি সংক্রান্ত বিভিন্ন নথি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,’জমি বিতর্ক নিয়ে অমর্ত্য সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে একেবারেই ভিত্তিহীন’। পাশাপাশি অমর্ত্য সেনের মত অর্থনীতিবিদকে অপমান করা হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

বিশ্বভারতী পরিস্থিতি নিয়েও আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। তিনি বলেন,’ আমি চাই বিশ্বভারতী ভালো ভাবে চলুক। কথায় কথায় যাতে ছাত্রছাত্রীদের সাসপেন্ড করা, শোকজ করা, হুমকি দেওয়া বন্ধ হয়’। পাশাপাশি তিনি আরও বলেন, ‘এখানে শুধু গৈরিকীকরণের প্যারেড না করে বিশ্বভারতী ভালভাবে চলুক, এটাই চাই। এরা বড় বড় কথা বলেছিল, তাই আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।’

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এমনও দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, বিশ্বভারতীতে অনেক সময়েই স্থানীয় পুলিশকে ঢুকতে দেওয়া হয় না। এমনকী জেলাশাসককেও ডাকা হয় না বলেই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

ইডির মামলায় জামিন কল্যাণময়ের, তবে এখনও জেলমুক্তি নয়, অন্য কোন মামলায় তাঁকে থাকতে হবে জেলে?

ইডির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকছেন তিনি।

উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ফের রোদের দেখা

উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, কলকাতায় সোমবারের পর মঙ্গলবার রোদের দেখা মিলল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে