Homeখবররাজ্যওষুধের দামবৃদ্ধির অনুমোদনে পুনর্বিবেচনার আর্জি মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীকে চিঠি

ওষুধের দামবৃদ্ধির অনুমোদনে পুনর্বিবেচনার আর্জি মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীকে চিঠি

প্রকাশিত

কাঁচামালের দাম বৃদ্ধির কারণে অ্যাজ়মা, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা এবং মানসিক অসুস্থতার মতো আটটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম অন্তত ৫০ শতাংশ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ মানুষের অসুবিধার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “হঠাৎ করে ওষুধের এত দাম বৃদ্ধি হলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং তাঁদের পরিজনদের সামনে বড় সমস্যার সৃষ্টি হবে।” তিনি আরও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির মধ্যে জীবনদায়ী ওষুধের দামবৃদ্ধি সাধারণ মানুষের জন্যও বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও টানেন। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেখানে ওষুধের এই দামবৃদ্ধি রাজ্যের আর্থিক ভার আরও বাড়াবে।” একই সঙ্গে তিনি বলেন, “আপনি নিশ্চয়ই একমত হবেন যে, এই সিদ্ধান্ত গোটা দেশে সুলভে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”

প্রসঙ্গত, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) কাঁচামালের খরচ বৃদ্ধি এবং উৎপাদন সমস্যা উল্লেখ করে এই ওষুধগুলির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এই মূল্যবৃদ্ধি জরুরি, যাতে বাজারে ওষুধগুলি সর্বদা পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এক ধাক্কায় এত বড় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের অসুবিধা বাড়াবে।

চিঠির শেষ অংশে মুখ্যমন্ত্রী জনস্বার্থে প্রধানমন্ত্রীর দফতরকে অনুরোধ করেন যাতে সংশ্লিষ্ট মন্ত্রককে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে ১৩৫ কিমি বেগে ঝড়

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।