Homeখবররাজ্যওষুধের দামবৃদ্ধির অনুমোদনে পুনর্বিবেচনার আর্জি মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীকে চিঠি

ওষুধের দামবৃদ্ধির অনুমোদনে পুনর্বিবেচনার আর্জি মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীকে চিঠি

প্রকাশিত

কাঁচামালের দাম বৃদ্ধির কারণে অ্যাজ়মা, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা এবং মানসিক অসুস্থতার মতো আটটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম অন্তত ৫০ শতাংশ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ মানুষের অসুবিধার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “হঠাৎ করে ওষুধের এত দাম বৃদ্ধি হলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং তাঁদের পরিজনদের সামনে বড় সমস্যার সৃষ্টি হবে।” তিনি আরও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির মধ্যে জীবনদায়ী ওষুধের দামবৃদ্ধি সাধারণ মানুষের জন্যও বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও টানেন। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেখানে ওষুধের এই দামবৃদ্ধি রাজ্যের আর্থিক ভার আরও বাড়াবে।” একই সঙ্গে তিনি বলেন, “আপনি নিশ্চয়ই একমত হবেন যে, এই সিদ্ধান্ত গোটা দেশে সুলভে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”

প্রসঙ্গত, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) কাঁচামালের খরচ বৃদ্ধি এবং উৎপাদন সমস্যা উল্লেখ করে এই ওষুধগুলির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এই মূল্যবৃদ্ধি জরুরি, যাতে বাজারে ওষুধগুলি সর্বদা পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এক ধাক্কায় এত বড় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের অসুবিধা বাড়াবে।

চিঠির শেষ অংশে মুখ্যমন্ত্রী জনস্বার্থে প্রধানমন্ত্রীর দফতরকে অনুরোধ করেন যাতে সংশ্লিষ্ট মন্ত্রককে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে ১৩৫ কিমি বেগে ঝড়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।