Homeখবররাজ্যনন্দীগ্রামবাসীর জন্য বড় উপহার মমতার

নন্দীগ্রামবাসীর জন্য বড় উপহার মমতার

প্রকাশিত

নন্দীগ্রাম : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল।কেউ কাউকে ছাড়তে রাজি নয় এক ইঞ্চি জমি। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে নিজেদের পুরনো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামবাসীর মন জয় করতে ফের চমক দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। ওই সেতুর জন্য ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার টুইটারে এ খবর প্রকাশ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি তিনি বলেন, “ভোটের সময় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, সেটাই করে দেখালেন।”

প্রসঙ্গত, হলদি নদীর দুই পাড়ে নন্দীগ্রাম ও হলদিয়া। কর্মসূত্রে প্রায়ই দুই পাড়ের মানুষকেই অন্য তীরে আসা যাওয়া করতে হয়। দুই পাড়ের যোগাযোগের একমাত্র মাধ্যম হল ফেরি পরিষেবা। অনেক সময়ই ফেরি চলাচলের সময় যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রাখা হয় না বলে অভিযোগ। সড়কপথে এক পাড় থেকে অন্য পাড়ে যেতে গেলে নন্দকুমার দিয়ে ঘুরে যেতে হয়। কিন্তু এতে সময় লাগে অনেকটা বেশি। সেই কারণে দুই পাড়ের মধ্যে সংযোগকারী সেতু তৈরি হলে তাতে এক পাড় থেকে অন্য পাড়ে যেতে সময়ও কম লাগবে ও টাকাও বাঁচবে। সে কারণেই দীর্ঘদিন ধরেই এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। নয়া সেতু তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নয়া সিদ্ধান্তে খুশি এলাকাবাসী।

সাম্প্রতিকতম

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন গোবিন্দা।

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

নিজের মন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে তুলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

আরও পড়ুন

শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

নিজের মন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে তুলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ

কলকাতা: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। মঙ্গলবার রাত ৮.১৪-এ রামকৃষ্ণ মিশন...

ফের কুকথা দিলীপ ঘোষের, নাম না করে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ

এ বারের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। প্রচারেও নেমে পড়েছেন তিনি।...