কলকাতা: শনিবার দুপুরে সন্দেশখালিতে দলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে সন্দেশখালি এলাকা থেকেই গ্রেফতার করা হয় উত্তমকে। আজ, রবিবার তাঁকে পেশ করা হবে বসিরহাট আদালতে
সন্দেশখালির ঘটনায় গত কয়েকদিনের মধ্যে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। শেখ শাহজাহানের অনুগামী উত্তমকে তৃণমূল কংগ্রেস দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছে। এই সিদ্ধান্ত দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে নেওয়া হয়েছে বলে জানা যায়। সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।
শাহজাহান শেখ এবং তাঁর দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধেও এলাকায় ‘অত্যাচার’-এর অভিযোগ রয়েছে। যে অভিযোগে গত তিন দিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের গ্রেফতারির দাবি তুলেছিলেন। এ দিন দল থেকে সাসপেন্ড হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন উত্তম।
জানা গিয়েছে, প্রথম দিন মিছিলে গোলমালের ঘটনায় উত্তম সর্দারের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল। বিকাশ সিংহ নামে আরও একজনের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ছিল। দু’জনকেই গ্রেফতার করা হয় শনিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশ বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অন্যতম পর্যবেক্ষক পদে ছিলেন।
এদিকে, শনিবার দুপুরে তৃণমূলের ধরণা মঞ্চ থেকে পার্থ ভৌমিক ঘোষণা করেন যে, আগামী ৬ বছরের জন্য উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হল। তিনি জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার উত্তম সর্দার।
আরও পড়ুন: ‘উত্তপ্ত’ সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, থমথমে এলাকা