Homeখবররাজ্যদুপুরে দল থেকে সাসপেন্ড, রাতে সন্দেশখালি থেকে গ্রেফতার তৃণমূল নেতা! আজ পেশ...

দুপুরে দল থেকে সাসপেন্ড, রাতে সন্দেশখালি থেকে গ্রেফতার তৃণমূল নেতা! আজ পেশ আদালতে

প্রকাশিত

কলকাতা: শনিবার দুপুরে সন্দেশখালিতে দলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে সন্দেশখালি এলাকা থেকেই গ্রেফতার করা হয় উত্তমকে। আজ, রবিবার তাঁকে পেশ করা হবে বসিরহাট আদালতে

সন্দেশখালির ঘটনায় গত কয়েকদিনের মধ্যে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। শেখ শাহজাহানের অনুগামী উত্তমকে তৃণমূল কংগ্রেস দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছে। এই সিদ্ধান্ত দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে নেওয়া হয়েছে বলে জানা যায়। সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।

শাহজাহান শেখ এবং তাঁর দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধেও এলাকায় ‘অত্যাচার’-এর অভিযোগ রয়েছে। যে অভিযোগে গত তিন দিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের গ্রেফতারির দাবি তুলেছিলেন। এ দিন দল থেকে সাসপেন্ড হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন উত্তম।

জানা গিয়েছে, প্রথম দিন মিছিলে গোলমালের ঘটনায় উত্তম সর্দারের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল। বিকাশ সিংহ নামে আরও একজনের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ছিল। দু’জনকেই গ্রেফতার করা হয় শনিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশ বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অন্যতম পর্যবেক্ষক পদে ছিলেন।

এদিকে, শনিবার দুপুরে তৃণমূলের ধরণা মঞ্চ থেকে পার্থ ভৌমিক ঘোষণা করেন যে, আগামী ৬ বছরের জন্য উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হল। তিনি জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার উত্তম সর্দার। 

আরও পড়ুন: ‘উত্তপ্ত’ সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, থমথমে এলাকা

সাম্প্রতিকতম

‘সেরা বাবা-মা’ ধমেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ইউক্রেনে রায়ায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকার দাবি অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। আমেরিকার দাবি, রাসায়নিক অস্ত্র...

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...