পশ্চিমবঙ্গ : চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ভোট ময়দানে নেমেছেন শাসক বিরোধী সহ সব রাজনৈতিক দল। একদিকে যখন জেলা সফর শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। কর্মী সমর্থকদের মন পেতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
রবিবার ভোট প্রচারে পশ্চিমবঙ্গে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই মন্ত্র থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর। তিনি বলেন,’ মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। মোদীজির রাজত্বে দেশের অর্থব্যবস্থা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। এটাই হচ্ছে বিকাশ। ছোটবেলায় আপনারা শুনতেন গাড়ি তো বানায় জাপান। অটো মোবাইলের ক্ষেত্রে অনেক যোজন এগিয়ে ছিল এই দেশ। কিন্তু, আজ মোদীজির রাজত্বে জাপানকে পিছনে ফেলে ভারত গাড়ি ইন্ড্রাস্ট্রির ক্ষেত্রে তিন নম্বরে উঠে এসেছে। আগে আমরা বিশ্বের নানা দেশের কাছ থেকে ওষুধ নিতাম। এখন আমরা গোটা বিশ্বকে ওষুধ দিই। ভারত গোটা ভারতের ফার্মেসি হাব হয়ে উঠেছে ভারত। সবথেকে কার্যকরী আর সস্তার ওষুধ ভারতেই পাওয়া যায়’।
নাড্ডার দাবি, মোদীর মূল মন্ত্রই হচ্ছে ‘সাবকা সাথ, সাবকা বিকাশ’। তাই বাংলাকে কখনওই আলাদা চোখে দেখেনি কেন্দ্রের বিজেপি সরকার। উল্টে মোদীজি সর্বদাই বাংলা তথা গোটা দেশের পাশাপাশি থাকার চেষ্টা করেছেন।