Homeখবররাজ্যএসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গঠিত নতুন ডিভিশন বেঞ্চ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গঠিত নতুন ডিভিশন বেঞ্চ

প্রকাশিত

কলকাতা: এসএসসি নিয়োগ মামলার শুনানির জন্য ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে পাঠানো হল এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা।

স্কুল শিক্ষক নিয়োগ, এসএসসি-গ্রুপসি-ডি মামলায় ছ’মাসের মধ্যে হাইকোর্টকে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলা শুনানির জন্য নতুন বেঞ্চ গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতিকে। সেই নির্দেশ মতোই এসএসসি মামলার শুনানির জন্য শুক্রবার এই ডিভিশন বেঞ্চ গঠন করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট বলেছিল, আগামী ৬ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠন করারও পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সিবিআইকেও। দু’মাসের মধ্যে সিবিআই-কে তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য বলা হয়েছিল।

বৃহস্পতিবারই আইনজীবী অনিন্দ্য লাহিড়ি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, সুপ্রিম কোর্ট আগামী ছয় মাসের মধ্যে এসএসসি নিয়োগ মামলার শুনানি শেষ করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে দ্রুত বেঞ্চ গঠনের আর্জি জানিয়েছিলেন তিনি। সমস্ত দিক খতিয়ে পদক্ষেপ করার কথা বলেছিলেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলাগুলির শুনানিতে ক্রমাগত দেরি হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছিলেন মামলাকারীরা। মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি-কে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আদালতে। চাকরি প্রার্থীরাও প্রশ্ন তুলেছেন, আর কতদিন পথে বসে আন্দোলন করতে হবে? এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ মামলাগুলি হাইকোর্টে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে ডেডলাইন সুপ্রিম কোর্টের, আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...