দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর আলিপুর জানিয়েছে, শনিবারের মধ্যে নিম্নচাপ অঞ্চল গঠিত হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শীতের শুরুতেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিনে তাতে বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা শীতের আমেজে প্রভাব ফেলছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তার পরের তিনদিন পারদ ওঠানামা তেমন হবে না বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
শুক্র, শনি ও রবিবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিঙেই বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে
দক্ষিণবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।
রাজ্যের তাপমাত্রা চিত্র
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি বেশি।
বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।
রাজ্যের অন্যান্য জায়গায়—
- শ্রীনিকেতন: ১৪.৮ ডিগ্রি
- আলিপুরদুয়ার: ১৩ ডিগ্রি
- দার্জিলিং: ৭.২ ডিগ্রি
বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের জেরে ডিসেম্বরের শুরুতেই শীতের দাপট কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
