Homeখবররাজ্যবঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, বাড়তে পারে রাতের তাপমাত্রা, বৃষ্টি হবে নাকি?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, বাড়তে পারে রাতের তাপমাত্রা, বৃষ্টি হবে নাকি?

প্রকাশিত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর আলিপুর জানিয়েছে, শনিবারের মধ্যে নিম্নচাপ অঞ্চল গঠিত হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শীতের শুরুতেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিনে তাতে বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা শীতের আমেজে প্রভাব ফেলছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তার পরের তিনদিন পারদ ওঠানামা তেমন হবে না বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

শুক্র, শনি ও রবিবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিঙেই বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে

দক্ষিণবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।

রাজ্যের তাপমাত্রা চিত্র

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি বেশি।
বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।

রাজ্যের অন্যান্য জায়গায়—

  • শ্রীনিকেতন: ১৪.৮ ডিগ্রি
  • আলিপুরদুয়ার: ১৩ ডিগ্রি
  • দার্জিলিং: ৭.২ ডিগ্রি

বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের জেরে ডিসেম্বরের শুরুতেই শীতের দাপট কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।