Homeখবররাজ্যদক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান, ন’জন আন্দোলনকারী আটক, লালবাজার অভিমুখে...

দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান, ন’জন আন্দোলনকারী আটক, লালবাজার অভিমুখে মিছিল

প্রকাশিত

দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে বিচার চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে বুধবার ন’জন আন্দোলনকারীকে আটক করেছে কলকাতা পুলিশ। আন্দোলনকারীদের লালবাজারে নিয়ে যাওয়ার সময়, ঘটনাস্থল থেকে অনশনকারী জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে লালবাজার অভিমুখে মিছিল করেন। তবে, আগেভাগেই লালবাজারের বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেড বসিয়ে রাস্তা অবরুদ্ধ করে পুলিশ। পুলিশের ব্যারিকেডের সামনে বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

বুধবারের কর্মসূচি ‘অভয়া পরিক্রমা’র অংশ হিসেবে জুনিয়র ডাক্তাররা আরজি কর এবং জয়নগরের নির্যাতিতাদের প্রতীকী মূর্তি নিয়ে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করতে গিয়েছিলেন। ত্রিধারা মণ্ডপে পৌঁছে ‘বিচার চাই’ স্লোগান দেওয়ায় পুলিশ তাঁদের আটক করে। এ ঘটনার পর লালবাজারের উদ্দেশে ধর্মতলা থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।

এরই মধ্যে ধর্মতলার অনশন মঞ্চ থেকে মিছিলের জন্য মিনিডোর নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পুলিশ সেটি আটকে দেয়। চাঁদনি চকের কাছে মিনিডোর আটকে দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, অনুমতি না থাকায় মিনিডোর আটকানো হয়। কিন্তু জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এটি ছিল অবৈধ পদক্ষেপ। এরপর পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি হয়।

মিনিডোর আটকানো নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যাপক যানজট তৈরি হয়। শ্যামবাজারমুখী রাস্তা এবং উল্টো দিকের রাস্তাতেও যান চলাচল ব্যাহত হয়। অবশেষে মানববন্ধনের মাধ্যমে মিনিডোর নিয়ে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় সরকারবিরোধী স্লোগান ওঠে।

মিছিল ধর্মতলার দিকে এগোতে গিয়ে দেখা যায়, রাস্তায় বেশ কয়েকটি বাস এবং তেলের ট্যাঙ্কার দাঁড় করিয়ে অবরোধ তৈরি করা হয়েছে। গাড়ির চালকদের দাবি, পুলিশ তাঁদের গাড়ির চাবি নিয়ে নিয়েছে, যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। অবশেষে আন্দোলনকারীরাই যানবাহন সরিয়ে মিছিল এগিয়ে নিয়ে যান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।