Homeখবররাজ্যলক্ষ্য বিরোধী জোট? নবান্নে মঙ্গলবার মমতা-নীতীশ বৈঠক

লক্ষ্য বিরোধী জোট? নবান্নে মঙ্গলবার মমতা-নীতীশ বৈঠক

প্রকাশিত

অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর এবার নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ এপ্রিল তারিখ কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দুপুর ২টো নাগাদ নবান্নে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট নিয়ে আলোচনা হতে পারে তাঁদের মধ্যে। চব্বিশে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে বিজেপি বিরোধী দলগুলিকে ফের ঐক্যবদ্ধ করার প্রয়াস শুরু হয়েছে। মূলত সেই লক্ষ্যেই মমতা-নীতিশ বৈঠক হতে চলেছে আগামী মঙ্গলবার।

প্রসঙ্গত, গত মাসে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে কালীঘাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। প্রায় আধঘণ্টা ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়। আলোচনা সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কেন্দ্রের সমালোচনায় সরব হন অখিলেশ।

এর পর গত মাসের শেষ সপ্তাহে ওড়িশা সফরে গিয়ে তৃণমূল সুপ্রিমো নিজে দেখা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েকের সঙ্গে। সেখানেও উভয়ের মধ্যে বিরোধী জোট নিয়ে আলোচনা হযেছে। এরপর কিছু দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসে বৈঠক করেন জেডি(এস) সুপ্রিমো এইচ ডি কুমারস্বামীও। ফলত নীতিশের সঙ্গে এই বৈঠকও লোকসভা ভোটের আগে বিরোধী জোটের সলতে পাকানো বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ‘পুঞ্চে হামলা পুলওয়ামার মতোই’, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আরজেডি বিধায়কের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।