Homeরাজ্যউঃ ২৪ পরগনারিকশাচালকের সততায় রাস্তায় হারানো ১৫ লক্ষ টাকার চেক ফিরল মালিকের হাতে

রিকশাচালকের সততায় রাস্তায় হারানো ১৫ লক্ষ টাকার চেক ফিরল মালিকের হাতে

প্রকাশিত

বাগুইআটির রিকশাচালক নুর আলি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। রাস্তায় পড়ে থাকা ১৫ লক্ষ টাকার চেক উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিলেন তিনি। নুরের সততায় মুগ্ধ এলাকাবাসী ও পুলিশ।

সোমবার সকালে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বেরিয়েছিলেন বাগুইআটির জোড়ামন্দির এলাকার বাসিন্দা নুর আলি। চিনার পার্ক এলাকায় রাস্তায় ৩-৪টি চেক পড়ে থাকতে দেখে তিনি তা তুলে নেন। এরপর সেগুলি নিয়ে যান স্থানীয় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) শাখায়।

ব্যাঙ্কে পৌঁছে চেকগুলির বিষয়ে জানালে, কর্তৃপক্ষ বাগুইআটি থানায় যোগাযোগ করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ সেখানে আসে এবং নুর চেকগুলি পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, তিন-চারটি চেকের মোট পরিমাণ ছিল ১৫ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, চেকগুলি পিএনবি-র পূর্বাচল শাখার। যাঁর নামে চেকগুলি ইস্যু করা হয়েছিল, পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মালিকের হাতে চেকগুলি ফিরিয়ে দেওয়া হয়।

নুর আলি গত ১৫ বছর ধরে বাগুইআটিতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। আটঘড়া এলাকার বাসিন্দা নুরের সংসারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। সন্তানদের বয়স যথাক্রমে ৮ এবং ১১ বছর। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও নুরের সততা এবং মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা নজির স্থাপন করেছে।

এ ব্যাপারে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, “সমাজে এখনও সৎ মানুষ আছেন, এই ঘটনাই তার প্রমাণ। নুর আলির এই কাজ সকলের জন্য অনুপ্রেরণা।”

নুরের এই সততার গল্প এখন এলাকাজুড়ে প্রশংসার কেন্দ্রবিন্দু। কঠিন জীবনের মাঝেও তাঁর এই মানবিক কাজ প্রমাণ করে, সততা ও নৈতিকতা এখনও জীবন্ত।

তথ্য ও ছবি: এই সময়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।