Homeরাজ্যউঃ ২৪ পরগনাভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার 'মূল' অভিযুক্ত

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘মূল’ অভিযুক্ত

প্রকাশিত

ব্যারাকপুর: ভাটপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ‘মূল’ অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। জগদ্দল এলাকার বারুইপাড়ায় গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁকে পাকড়াও করা হয়। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনার তদন্তে বড়সড় কিনারা করল পুলিশ।

গত ১৩ নভেম্বর, নৈহাটির উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়ার এক চায়ের দোকানে অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাশাপাশি চলে বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক সাউয়ের। এই ঘটনায় প্রথমে কওসর আলি নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার সূত্র ধরে ধরা পড়ে সুজল পাসোয়ান। কিন্তু মূল অভিযুক্ত সুজল প্রসাদ তখনও পলাতক ছিল।

বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার তথ্য অনুযায়ী, ধৃত সুজল প্রসাদ তার ভাই আকাশ প্রসাদের খুনের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটায়। আকাশকে ২০২০ সালে একই এলাকায় খুন করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতে সুজল চার বছর ধরে নিখুঁত পরিকল্পনা করে।

খুনের ঘটনার পর থেকে সুজল পাশের এলাকাগুলিতে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার অবস্থানের খবর পায়। এরপর সোমবার বারুইপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার জানিয়েছেন, সুজলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল। বিহারে গা ঢাকা দেওয়ার পর তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময় একটি মামলায় জামিনে মুক্ত ছিল সুজল।

এই ঘটনায় সুজলের গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশ আরও পাঁচজনকে চিহ্নিত করেছে এবং তদন্ত চলছে। তাদের মতে, এই হত্যাকাণ্ডে আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে।

প্রসঙ্গত, বিজেপি নেতা অর্জুন সিং প্রথম থেকেই অভিযোগ করছিলেন, ২০২১ সালের একটি খুনের মামলার বদলা নিতেই এই খুন। অশোক সাউ সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।