Homeরাজ্যউঃ ২৪ পরগনাবিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি...

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

প্রকাশিত

বিমানবন্দরগামী মেট্রোর জন্য তৈরি হচ্ছে নতুন যোগাযোগ ব্যবস্থার কাঠামো। সেই লক্ষ্যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠতে চলেছে ‘ট্রান্সপোর্টেশন হাব’। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বনগাঁ শাখায় চালু হচ্ছে পাঁচটি নতুন লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, এই ট্রেনগুলির প্রান্তিক স্টেশন হবে দমদম ক্যান্টনমেন্ট।

এই সিদ্ধান্তে সবচেয়ে উপকৃত হবেন বনগাঁ, বারাসত এবং আশপাশের মফস্‌সলের সেই সমস্ত যাত্রীরা, যাঁরা দৈনিক অফিসের কাজে সেক্টর ফাইভ, নিউটাউন বা বিমানবন্দর এলাকায় যাতায়াত করেন। এতদিন পর্যন্ত তাঁদের শিয়ালদহ বা বিধাননগর রোডে নেমে অন্য ট্রান্সপোর্ট ধরতে হত। এবার মেট্রো চালু হলে দমদম ক্যান্টনমেন্ট থেকেই মেট্রো ধরে সরাসরি পৌঁছতে পারবেন গন্তব্যে। ফলে যাত্রা যেমন কম সময়ে সম্পন্ন হবে, তেমনই কমবে শিয়ালদহ-সহ অন্যান্য ব্যস্ত স্টেশনের ভিড়ও।

শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থেই এই নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে যে পাঁচটি নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে, তার সময়সূচি এই রকম—

  1. বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট লোকাল:
    বনগাঁ থেকে ছাড়বে সকাল ৭:৪১-এ, ক্যান্টনমেন্টে পৌঁছবে সকাল ৯:১৬-এ।
  2. দমদম ক্যান্টনমেন্ট-বারাসত লোকাল:
    ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সকাল ৯:৪৫-এ, বারাসতে পৌঁছবে সকাল ১০:১৫-এ।
  3. বারাসত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল:
    বারাসত থেকে ছাড়বে বিকেল ৫:৩৭-এ, ক্যান্টনমেন্টে পৌঁছবে সন্ধ্যা ৬:০০-এ।
  4. দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ লোকাল:
    ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে সন্ধ্যা ৬:২৬-এ, বনগাঁ পৌঁছবে রাত ৮:১০-এ।
  5. বনগাঁ-বারাসত লোকাল:
    বনগাঁ থেকে ছাড়বে রাত ৮:২০-এ, বারাসতে পৌঁছবে রাত ৯:২৫-এ।

পূর্ব রেলের দাবি, নিউটাউন-মেট্রো চালুর পরে দমদম ক্যান্টনমেন্ট হবে পূর্ব রেল ও মেট্রোর যুগ্ম সংযোগস্থল। সেই কারণে সময় থাকতে-থাকতেই যাত্রীসংখ্যা বাড়বে বুঝে রেল পরিষেবা বাড়ানো হচ্ছে।

রেল সূত্রে আরও জানা গেছে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো হতে পারে যদি যাত্রীদের প্রতিক্রিয়া ইতিবাচক হয়। এই পদক্ষেপে পরিষ্কার, সেক্টর ফাইভগামী অফিসযাত্রীদের জন্য দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ভরসার জায়গা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

২৫ বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল ‘বালার্ক’

সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে ‘ঠাকুর’ হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে।