Homeরাজ্যউঃ ২৪ পরগনাদলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

দলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

প্রকাশিত

কলকাতা: ফোনে খুনের হুমকি পেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলেরই প্রভাবশালী সদস্য ধৃত জয়ন্ত সিংহের জামিন সুনিশ্চিত করতে বলা হয় তাঁকে। অন্যথায় তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল তাঁদের সূত্রে এই খবর জানা গিয়েছে।

সৌগত রায়ও বুধবার সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার ভোর ৩টে নাগাদ আমি একটি হুমকি-ফোন পাই। যে ফোন করেছিল, সে বলে আমি যদি জয়ন্ত সিংহের জামিনের ব্যবস্থা না করি, তা হলে আমাকে খুন করা হবে।”

দমদমের সাংসদ সৌগতবাবু আরও বলেন, “পুলিশ কমিশনারকে আমি সব কিছু জানিয়েছি। যে ফোন করেছিল, তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।”

ব্যারাকপুর পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাটি নিয়ে অনুসন্ধান চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।”

ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল সেই সব আধিকারিকের সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার আড়িয়াদহ এলাকার তৃণমূলের এক প্রভাবশালী সদস্য জয়ন্ত সিংহকে পুলিশ গত সপ্তাহে গ্রেফতার করে। ৩০ জুন আড়িয়াদহে এক হিংসাত্মক ঘটনার জেরে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় একটি কিশোর ও তার মাকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।     

এই ঘটনা নিয়ে যেসব ভিডিও রয়েছে, তার একটিতে দেখানো হয়েছে, একটা ক্লাবের ভিতরে সিংহ ও তার সহযোগীরা এক ব্যক্তির হাত-পা ধরে রয়েছে আর কিছু লোক লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে।

আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন ঘটনায় জড়িত থাকার জন্য সিংহকে এর আগে বহু বার গ্রেফতার করা হয়েছে। এবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৪১, ৩২৩, ৩২৫ এবং ৩৪ ধারামতে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে সব ভিডিও প্রচার করা হচ্ছে, সে সব পুরোনো। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঘটনাটি ২০২১ সালের। গত ৭২ ঘণ্টা ধরে একটি টিভি চ্যানেলে বারবার দেখানো হচ্ছে। উপ-নির্বাচনের আমাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই এ সব করা হচ্ছে। যারা এই কাণ্ড করেছিল তারা সবাই জেলে। অর্জুন সিং যখন এমপি তখন এই ঘটনা ঘটেছিল।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।