Homeখবররাজ্যতৃণমূল আমলের ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট, মমতা বললেন বিজেপির ষড়যন্ত্র...

তৃণমূল আমলের ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট, মমতা বললেন বিজেপির ষড়যন্ত্র  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি এই নির্দেশ মানবেন না। হাইকোর্টের রায় নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী একে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার যে ওবিসি সংরক্ষণ চালু করেছিল, তা চলবে। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে ওই বিলের খসড়া করা হয়েছিল এবং সেই খসড়া ক্যাবিনেটে ও পরবর্তী কালে বিধানসভায় পাশ হয়।

রাজ্যে পালাবদল হয় ২০১১ সালে। ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ফলে হাইকোর্টের এই নির্দেশ কার্যত কার্যকর হবে সেই সব সার্টিফিকেটের ক্ষেত্রে যেগুলি ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ইস্যু করা হয়েছে। ২০১২ সালে রাজ্য সরকার একটি নতুন আইন প্রণয়ন করেন। সেই আইন অনুসারে বেশ কিছু সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত করে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়। হাইকোর্ট সেই সংরক্ষণ বাতিল করে দিল।

হাইকোর্টের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার ২০১০ সালের আগে ৬৬টি শ্রেণিকে ওবিসি তথা অন্যান্য অনগ্রসর শ্রেণি বলে চিহ্নিত করেছিল। এ দিনের নির্দেশে তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। কারণ হাইকোর্টে যে আবেদন জমা পড়েছিল, তাতে এদের বিরুদ্ধে কিছু বলা হয়নি।     

হাইকোর্টের বেঞ্চ বলেছে, ২০১০ সালের পরে যে সব ওবিসি শংসাপত্র তৈরি করা হয়েছে, তা আইন মেনে করা হয়নি। তবে যাঁরা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরির পরীক্ষায় সফল হয়েছেন, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। কারণ তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। তবে বাকিরা চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্টের বেঞ্চ জানিয়ে দিয়েছে।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে উচ্চতর আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২৬ হাজার চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালত সেই রায়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। এ বার ওবিসি সার্টিফিকেট বাতিল করার যে রায় হাইকোর্ট দিল, তার বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যায় কিনা, এখন সেটাই দেখার।

আরও পড়ুন

সন্দেশখালিতে ‘খেলা’ ঘোরাতে সরল স্বীকারোক্তিই ভরসা তৃণমূলের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।