জমি কেনার পর পরচার আবেদন করা প্রতিটি জমি ক্রেতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাজ্যের তথ্যভাণ্ডারে জমি নথিভুক্ত করতে হলে জমির মালিকের নামেই পরচা থাকা প্রয়োজন। তবে এই আবেদন প্রক্রিয়া এতদিন শুধুমাত্র ইংরেজিতে করা সম্ভব ছিল, যা গ্রামবাংলার সাধারণ মানুষদের জন্য অনেক সময়ই সমস্যার কারণ হয়ে দাঁড়াত। ‘এজেন্ট বা দালালদের’ উপর নির্ভর করতে হতো অনেককেই।
তবে এবার এই সমস্যা দূর করতে চলেছে রাজ্য সরকার। অনলাইনে জমি পরচার আবেদন প্রক্রিয়া সরাসরি বাংলা ভাষায় করার সুবিধা আনার কাজ শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার অনলাইন পরিষেবাকে আরও বেশি স্বচ্ছ ও জনবান্ধব করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে অন্যতম উদ্যোগ হল বাংলা ভাষায় জমি পরচার আবেদন করার সুযোগ।
রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ‘বাংলার ভূমি’ ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে মিউটেশন, জমির চরিত্র বদল, ওয়ারিশ অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন পরিষেবা নেওয়া সম্ভব। অনলাইনে আবেদন জমা করার পর এসএমএস-এর মাধ্যমে প্রাপ্তিস্বীকার পত্র চলে আসে আবেদনকারীর মোবাইলে, যা এখন ইংরেজিতে পাওয়া যায়। তবে আগামী দিনে এই এসএমএস বাংলায় পাঠানোর পরিকল্পনা করছে সরকার।
অনলাইন আবেদনকারীদের সহায়তা দিতে দপ্তর ইতিমধ্যেই একটি ‘চ্যাটবট’ চালু করেছে। ‘বাংলার ভূমি’ ওয়েবসাইটে ঢুকলেই এই চ্যাটবট পরিষেবা পাওয়া যাবে, যা ইংরেজি এবং বাংলা— দুই ভাষাতেই পরামর্শ দিচ্ছে। এছাড়াও, অনলাইনে ‘ফি’ জমা দেওয়ার পর পেমেন্ট রিসিপ্ট সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল ফোনে চলে যাবে, যা আগে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করত।
এই পদক্ষেপগুলির মাধ্যমে রাজ্য সরকার জমি পরচার আবেদন প্রক্রিয়াকে আরও বেশি সহজ করার চেষ্টা করছে।