Homeখবররাজ্য'তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল', আচমকা কেন এমন মন্তব্য দেবের

‘তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল’, আচমকা কেন এমন মন্তব্য দেবের

প্রকাশিত

কলকাতা: হার-জিৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা গেল তৃণমূল সাংসদ তথা ঘাটালের প্রার্থী দেবকে। শুক্রবার ডেবরায় এক কর্মীসভায় অভিনেতা সাংসদকে বলতে শোনা যায়, “তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।”

প্রথমে প্রার্থী হতে না চাইলেও শেষমেশ দলের শীর্ষনেতৃত্বের পরামর্শে এ বারের লোকসভা ভোটেও ঘাটাল থেকে দাঁড়িয়েছেন দেব। নাম ঘোষণার পর থেকেই নিজের কেন্দ্রে জোরকদমে প্রচারও চালাচ্ছেন। এরই মধ্যে আচমকা দেবের মুখে এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ডেবরা বাজার এলাকা থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। সেই রোড শোয়ের পর ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ডেবরা ব্লক নেতৃত্বের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন দেব। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

ওই কর্মীসভায় দেব বলেন, “আমার মনে হয়, তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূল। আমার যেটা মনে হচ্ছে, সবাই পদ চান, সবাই নেতা হতে চান। কিন্তু আমাদের কর্মীগোষ্ঠী যে শুধু সম্মান চান, তা বুঝতে বেশি সময় লাগেনি আমার। আমি জানি, আপনারা শুধু সম্মান চান। দলের জন্য জীবনও দিয়ে দিতে পারেন। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।”

দেবের এই মন্তব্যকে হাতিয়ার করে অবশ্য তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই মন্তব্য করে আসলে নিজের দলের নিচুতলার কর্মীদেরই অপমান করেছেন দেব। হিরণের কথায়, “এর থেকে পরিষ্কার নিজের দলের নিচুতলার কর্মীদের উনি বিশ্বাস করেন না, সন্দেহ করেন।”

তবে, তৃণমূলের তরফে অবশ্য এ বিষয়ে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে। দলের একাংশের মতে, তাঁর বিরুদ্ধে দাঁড়ানো হিরণকে একবারেই পাত্তা দিচ্ছেন না ঘাটালের সাংসদ। যে কারণে, তাঁর দাবি তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। যা দেবের কথাতেই স্পষ্ট। তিনি বলেন, “২০১৬, ২০১৯ ও এ বার দলের হয়ে প্রচারে গিয়েছি। আমার যেন মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন হল বাংলায় সবচেয়ে শক্তিশালী সংগঠন। তার ধারেকাছে কেউ নেই।”

আরও পড়ুন: রাজ্যে আরও ২ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট

সাম্প্রতিকতম

সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার দাপট, ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে স্কালোনির ছেলেরা

পার ক্লাসিকোতে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা! মেসি-মার্তিনেজ ছাড়া দারুণ জয় নিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল স্কালোনির দল।

কুনাল কামরাকে ৫০০ খুনের হুমকি,পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কমেডিয়ান

বিতর্কিত ‘গদ্দার’ রসিকতার জেরে কুনাল কামরাকে ৫০০-র বেশি খুনের হুমকি! শিবসেনা কর্মীদের বিরুদ্ধে মামলা, তবে ক্ষমা চাইতে নারাজ কমেডিয়ান। পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কামরা।

তীব্র শারীরিক যন্ত্রণায় কাতর রোগীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ ও উৎকণ্ঠা

লাখ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদ। আমেরিকান...

আইপিএল ২০২৫: সমানে সমানে লড়াই, শ্রেয়সের ব্যাট আর অর্শদীপের বল জিতিয়ে দিল পঞ্জাবকে  

পঞ্জাব কিংস: (২৪৩-৫) (শ্রেয়স আয়ার ৯৭ নট আউট, প্রিয়াংশ আর্য ৪৭, শশাঙ্ক সিংহ ৪৪...

আরও পড়ুন

কলকাতায় তাপপ্রবাহের আশঙ্কা, মার্চের শেষে পারদ ছুঁতে পারে ৩৮°!

মার্চের শেষে কলকাতায় তীব্র গরমের সম্ভাবনা, পারদ ছুঁতে পারে ৩৮ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াবে ৪০°! ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরজি কর মামলায় এ বার অব্যাহতি চাইলেন এক জুনিয়র চিকিৎসক

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় এবার নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চাইলেন জুনিয়র চিকিৎসক...

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১ এপ্রিল থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির আনুষ্ঠানিক...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে