Home খবর রাজ্য ‘তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল’, আচমকা কেন এমন মন্তব্য দেবের

‘তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল’, আচমকা কেন এমন মন্তব্য দেবের

0

কলকাতা: হার-জিৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে শোনা গেল তৃণমূল সাংসদ তথা ঘাটালের প্রার্থী দেবকে। শুক্রবার ডেবরায় এক কর্মীসভায় অভিনেতা সাংসদকে বলতে শোনা যায়, “তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।”

প্রথমে প্রার্থী হতে না চাইলেও শেষমেশ দলের শীর্ষনেতৃত্বের পরামর্শে এ বারের লোকসভা ভোটেও ঘাটাল থেকে দাঁড়িয়েছেন দেব। নাম ঘোষণার পর থেকেই নিজের কেন্দ্রে জোরকদমে প্রচারও চালাচ্ছেন। এরই মধ্যে আচমকা দেবের মুখে এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ডেবরা বাজার এলাকা থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। সেই রোড শোয়ের পর ডেবরা অডিটোরিয়ামে তৃণমূলের ডেবরা ব্লক নেতৃত্বের তরফে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন দেব। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

ওই কর্মীসভায় দেব বলেন, “আমার মনে হয়, তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধু তৃণমূল। আমার যেটা মনে হচ্ছে, সবাই পদ চান, সবাই নেতা হতে চান। কিন্তু আমাদের কর্মীগোষ্ঠী যে শুধু সম্মান চান, তা বুঝতে বেশি সময় লাগেনি আমার। আমি জানি, আপনারা শুধু সম্মান চান। দলের জন্য জীবনও দিয়ে দিতে পারেন। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।”

দেবের এই মন্তব্যকে হাতিয়ার করে অবশ্য তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই মন্তব্য করে আসলে নিজের দলের নিচুতলার কর্মীদেরই অপমান করেছেন দেব। হিরণের কথায়, “এর থেকে পরিষ্কার নিজের দলের নিচুতলার কর্মীদের উনি বিশ্বাস করেন না, সন্দেহ করেন।”

তবে, তৃণমূলের তরফে অবশ্য এ বিষয়ে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে। দলের একাংশের মতে, তাঁর বিরুদ্ধে দাঁড়ানো হিরণকে একবারেই পাত্তা দিচ্ছেন না ঘাটালের সাংসদ। যে কারণে, তাঁর দাবি তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। যা দেবের কথাতেই স্পষ্ট। তিনি বলেন, “২০১৬, ২০১৯ ও এ বার দলের হয়ে প্রচারে গিয়েছি। আমার যেন মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন হল বাংলায় সবচেয়ে শক্তিশালী সংগঠন। তার ধারেকাছে কেউ নেই।”

আরও পড়ুন: রাজ্যে আরও ২ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version