Homeরাজ্যপশ্চিম মেদিনীপুরবন্যা নিয়ে 'দেড় মাস পরে' মাঠে দেব, ঘাটাল মাস্টার প্ল্যানের কী অবস্থা...

বন্যা নিয়ে ‘দেড় মাস পরে’ মাঠে দেব, ঘাটাল মাস্টার প্ল্যানের কী অবস্থা জানালেন সাংসদ

বন্যা পরিস্থিতির মধ্যে ঘাটালে প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ দেব। দাবি, অতিবৃষ্টি ও ডিভিসির জল ছাড়া ঘাটালে বন্যা। বিজেপির পাল্টা অভিযোগ, দেরিতে এলাকা পরিদর্শনে এসে দায় এড়াতে ব্যস্ত সাংসদ।

প্রকাশিত

ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মাঝেই বুধবার প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, এবারের বন্যা মূলত দুই কারণে হয়েছে—প্রথমত, গত বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি বৃষ্টি এবং দ্বিতীয়ত, ডিভিসি থেকে বিপুল পরিমাণ জল ছাড়া।

সাংসদের দাবি, “প্রশাসনের তৎপরতায় এখনও পর্যন্ত বড় কোনও অভিযোগ আসেনি। রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, তবে সেগুলির দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। পাশাপাশি, বৃষ্টির মধ্যেই প্রশাসনের কুইক রেসপন্স টিম সাপে কাটা ১২১ জন রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়েছে, যার ফলে একটি মৃত্যুও ঘটেনি।” তিনি জানান, গর্ভবতী নারীদের নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়া, গবাদি পশুদের জন্য সেফ জোন তৈরি এবং কমিউনিটি কিচেন চালু রাখার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই পরিদর্শন ও বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির তরফে শুরু হয়েছে কটাক্ষ ও প্রচার-যুদ্ধ। বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে দেবের বিরুদ্ধে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে পোস্টার—“দেড় মাস পর কেন এলেন দেব?” এই প্রসঙ্গে সাংসদের জবাব, “আক্রমণ না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না, সবাই তো দেব হয় না। শীতলবাবু নিজে কতটা সাহায্য করেছেন, সেটাই বড় প্রশ্ন।”

ফি বছর ঘাটালের জল যন্ত্রণা নিয়ে রাজনৈতিক বিতর্কে আসে ঘাটাল মাস্টার প্ল্যান। এ বারও তার ব্যতিক্রম নয়। দেব জানিয়েছেন, “২০২৪ সালে আমরা কথা দিয়েছিলাম। সেইমতো ৫০০ কোটির অনুমোদন মিলেছে। স্লুইস গেট সংস্কারের কাজ চলছে। জমি অধিগ্রহণের মতো জটিলতাও আমরা কাটিয়ে উঠতে চাইছি।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নতুন নকশা তৈরি হচ্ছে যাতে ৪০ শতাংশ কম জমি লাগে ও কম বাড়িঘর সরাতে হয়।

দেব বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান কোনও রাজনৈতিক দলের প্রকল্প নয়, ঘাটালের মানুষের জন্য। আমরা কারও জমি জোর করে নিতে চাই না। আগামী এক-দু’মাসের মধ্যে নতুন নকশা তৈরির কাজ শেষ হবে বলে আশা করছি।”

এদিকে, এখনও দেড় মাস পার হলেও অনেক এলাকা জলবন্দি। দেবের মন্তব্য, “ঘাটালের বড় বন্যাগুলো সাধারণত সেপ্টেম্বরেই হয়, এখন তো জুলাই। তাই এখনই বলা যাচ্ছে না—এটাই শেষ না শুরু!”

আরও যে খবরগুলো পড়তে পারেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের ফল

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ইডেনে প্রথম দিনেই বাভুমাদের বিপর্যয়

দক্ষিণ আফ্রিকা: ১৫৯ (আইডেন মার্করাম ৩১, জসপ্রীত বুমরাহ ৫-২৭, কুলদীপ যাদব ২-৩৬, মহম্মদ সিরাজ...

বিহার ভোটে NDA-র দুর্ধর্ষ জয়, শাসকের পুনরুত্থান–বিরোধীরা ছন্দহীন; কারা জিতল, কারা হারল

বিহার নির্বাচনে NDA-র বিশাল জয়ে নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মহিলাদের রেকর্ড ভোটদানে জোরদার সুবিধা। ক্ষতিগ্রস্ত RJD, কংগ্রেস, INDIA জোট। বিশদে পড়ুন কারা লাভবান, কারা পিছিয়ে পড়ল।

আরও পড়ুন

স্যালাইন-কাণ্ডে ফের মৃত্যু, মেদিনীপুর মেডিক্যালে মারা গেল সদ্যোজাত

স্যালাইন-কাণ্ডে ফের মৃত্যু। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যু। প্রসূতি রেখা সাউ চিকিৎসাধীন। নিম্নমানের স্যালাইনের অভিযোগে তদন্ত জারি।

তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক সাইকেল আরোহীকে ধাক্কা, নয়ানজুলিতে উল্টে গেল দিঘাগামী গাড়ি, নিহত চার!

দিঘা যাওয়ার পথে তীব্র গতির কারণে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন গাড়ির যাত্রী এবং দুই সাইকেল আরোহী। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে।

সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকিয়ে রাখার অভিযোগ, তুলতে গিয়ে নাবালক-সহ মৃত ৩

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চকরাধাবল্লভ গ্রামে সেপটিক ট্যাঙ্ক থেকে তিন জনের মৃতদেহ...