কলকাতা: শুক্রবার ২০২২ সালের প্রাথমিক টেটের (TET 2022) ফল ফলপ্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট হয়েছিল রাজ্য জুড়ে। প্রায় ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা হয়।
এ বারের টেটে পরীক্ষা দেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। এই প্রথম এত কম সময়ের মধ্যে ফল প্রকাশিত হল। ফলে ফলপ্রকাশে স্বচ্ছতা বজায় যাতে থাকে, সে দিকে জোর দিয়েছে পর্ষদ। বৃহস্পতিবার টেটের চূড়ান্ত উত্তরপত্র (আনসার কি) প্রকাশ করেছে পর্ষদ। এর পরই ফল প্রকাশ।
এ দিন দুপুরে টেটের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানান, রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের নিরিখে ২৪.৩১ শতাংশ। ৬৯ হাজার ৪০৮ জন মহিলা পাশ করেছেন। পুরুষ পরীক্ষার্থী পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন।
প্রাথমিক ভাবে জানানো হয়েছে, প্রথম দশের তালিকায় রয়েছেন ১৭৭ জন। এঁদের মধ্যে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ১৫০-এর মধ্যে ১৩৩। দ্বিতীয় স্থান দখল করেছেন মৌনিষা কুণ্ডু (হুগলি), মেঘনা চক্রবর্তী (পশ্চিম মেদিনীপুর), দীপিকা রায় (পশ্চিম মেদিনীপুর) এবং অদিতি মজুমদার (পূর্ব বর্ধমান)। তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ১৩২। তৃতীয় স্থানে আছেন মেহদি হাসান (উত্তর ২৪ পরগনা), বিকাশ ভক্ত (পূর্ব মেদিনীপুর), মনামী অধিকারী (পশ্চিম মেদিনীপুর) এবং প্রহ্লাদ মণ্ডল (বাঁকুড়া)। তাঁরা প্রত্যেকেই পেয়েছেন ১৩১ নম্বর।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: আবারও ফিরবে শীত? ফের ১৪ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা