Homeখবররাজ্যমুখ্যমন্ত্রীর বৈঠকের আগেই নেতাজি ইন্ডোরের সামনে উত্তাল বিক্ষোভ, অযোগ্যরা পাস পাওয়ার অভিযোগ

মুখ্যমন্ত্রীর বৈঠকের আগেই নেতাজি ইন্ডোরের সামনে উত্তাল বিক্ষোভ, অযোগ্যরা পাস পাওয়ার অভিযোগ

প্রকাশিত

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আগে নেতাজি ইন্ডোরের সামনে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে উত্তাল বিক্ষোভ। চাকরিচ্যুত প্রার্থীদের একাংশের অভিযোগ, বৈঠকে যোগদানের ‘পাস’ বণ্টনে স্বচ্ছতা নেই। রাতভর শহিদ মিনারে অবস্থানে থাকার পরও অনেকেই পাস পাননি। তাঁদের ক্ষোভ—যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে বৈঠকে অংশগ্রহণের অনুমতি।

বিক্ষোভকারীদের দাবি, যাঁরা আন্দোলনের মুখ ছিলেন, তাঁরা অনেকেই এই বৈঠকে ডাকা হননি। আবার কেউ কেউ অভিযোগ করছেন, ‘পাস’ দেওয়া হচ্ছে টাকা নিয়ে। একাংশের বক্তব্য, বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার সুযোগ ‘বিক্রি’ হয়ে যাচ্ছে।

রবিবার রাত থেকেই শহিদ মিনারে ভিড় জমাতে শুরু করেন চাকরিহারারা। সোমবার সকাল ৯টা নাগাদ তাঁরা মিছিল করে পৌঁছন নেতাজি ইন্ডোরের সামনে। অনেকের হাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ‘পাস’ থাকলেও, বহুজন তা পাননি।

এদিন সকাল থেকেই পাস না পাওয়া প্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেতাজি ইন্ডোরের সামনের এলাকা। ‘যোগ্য’-‘অযোগ্য’ বাছাই নিয়ে ফের প্রশ্ন উঠেছে। অনেকে দাবি করেছেন, ওএমআর শিট দেখে যোগ্যতা নির্ধারণের কথা বলা হলেও, সেই প্রক্রিয়া কতটা ন্যায়সংগত তা নিয়েও সংশয় রয়েছে।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, বৈঠকে যদি কোনও ‘অযোগ্য’ প্রার্থী অংশ নেন, তবে তাঁরা বৈঠক বানচাল করে দেবেন। পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। তবু ক্ষোভ প্রশমিত হচ্ছে না।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিছু প্রার্থী ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হলেও, অধিকাংশ চাকরিচ্যুতদের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্পষ্টভাবে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ আলাদা করা হয়নি। এই পরিস্থিতিতে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে বহুজন নিজেদের ‘যোগ্য’ দাবি করে বৈঠকে প্রবেশের দাবিতে সরব হয়েছেন।

চাকরিহারাদের বক্তব্য, এই বৈঠক তাঁদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল। অথচ সেই বৈঠকেও যদি বাছাইয়ে অনিয়ম থাকে, তবে তাঁদের আর হারানোর কিছু নেই—বিক্ষোভ আরও জোরদার হবে বলেই জানিয়ে দিয়েছেন তাঁরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।