Homeখবররাজ্যমুখ্যমন্ত্রীর বৈঠকের আগেই নেতাজি ইন্ডোরের সামনে উত্তাল বিক্ষোভ, অযোগ্যরা পাস পাওয়ার অভিযোগ

মুখ্যমন্ত্রীর বৈঠকের আগেই নেতাজি ইন্ডোরের সামনে উত্তাল বিক্ষোভ, অযোগ্যরা পাস পাওয়ার অভিযোগ

প্রকাশিত

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আগে নেতাজি ইন্ডোরের সামনে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে উত্তাল বিক্ষোভ। চাকরিচ্যুত প্রার্থীদের একাংশের অভিযোগ, বৈঠকে যোগদানের ‘পাস’ বণ্টনে স্বচ্ছতা নেই। রাতভর শহিদ মিনারে অবস্থানে থাকার পরও অনেকেই পাস পাননি। তাঁদের ক্ষোভ—যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে বৈঠকে অংশগ্রহণের অনুমতি।

বিক্ষোভকারীদের দাবি, যাঁরা আন্দোলনের মুখ ছিলেন, তাঁরা অনেকেই এই বৈঠকে ডাকা হননি। আবার কেউ কেউ অভিযোগ করছেন, ‘পাস’ দেওয়া হচ্ছে টাকা নিয়ে। একাংশের বক্তব্য, বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার সুযোগ ‘বিক্রি’ হয়ে যাচ্ছে।

রবিবার রাত থেকেই শহিদ মিনারে ভিড় জমাতে শুরু করেন চাকরিহারারা। সোমবার সকাল ৯টা নাগাদ তাঁরা মিছিল করে পৌঁছন নেতাজি ইন্ডোরের সামনে। অনেকের হাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ‘পাস’ থাকলেও, বহুজন তা পাননি।

এদিন সকাল থেকেই পাস না পাওয়া প্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেতাজি ইন্ডোরের সামনের এলাকা। ‘যোগ্য’-‘অযোগ্য’ বাছাই নিয়ে ফের প্রশ্ন উঠেছে। অনেকে দাবি করেছেন, ওএমআর শিট দেখে যোগ্যতা নির্ধারণের কথা বলা হলেও, সেই প্রক্রিয়া কতটা ন্যায়সংগত তা নিয়েও সংশয় রয়েছে।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, বৈঠকে যদি কোনও ‘অযোগ্য’ প্রার্থী অংশ নেন, তবে তাঁরা বৈঠক বানচাল করে দেবেন। পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। তবু ক্ষোভ প্রশমিত হচ্ছে না।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিছু প্রার্থী ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হলেও, অধিকাংশ চাকরিচ্যুতদের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্পষ্টভাবে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ আলাদা করা হয়নি। এই পরিস্থিতিতে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে বহুজন নিজেদের ‘যোগ্য’ দাবি করে বৈঠকে প্রবেশের দাবিতে সরব হয়েছেন।

চাকরিহারাদের বক্তব্য, এই বৈঠক তাঁদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল। অথচ সেই বৈঠকেও যদি বাছাইয়ে অনিয়ম থাকে, তবে তাঁদের আর হারানোর কিছু নেই—বিক্ষোভ আরও জোরদার হবে বলেই জানিয়ে দিয়েছেন তাঁরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।