কলকাতা: সংবাদ মাধ্যমের হিসেবে এ বারের পঞ্চায়েত ভোটের প্রথম ৩ ঘণ্টাতেই প্রাণহানি ৮। মোট সংখ্যাটা প্রায় ২০-র কাছাকাছি। বোমা-গুলিতে জখম অনেকেই। এই পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ বলা সম্ভব?
ভোট শুরু হওয়ার পরেও প্রাণহানির পাশাপাশি একাধিক অশান্তির খবরও এসেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। এই ভোট কী আদৌ শান্তিপূর্ণ? এই প্রসঙ্গে রাজীব সিনহা বলেছেন, “ভোট কেমন হয়েছে তা বলার সময় আসেনি। শান্তি না অশান্তি তা এখনও বলা সম্ভব নয়। অনেক অভিযোগ এসেছে। যে অভিযোগ এসেছে তা কতটা সঠিক, খতিয়ে দেখতে হবে। সে গুলি নিয়ে রিপোর্ট তলব করা হচ্ছে।”
এ দিন দুপুরে সংবাদ মাধ্যমের কাছে নির্বাচন কমিশনার বলেন, “অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তার পর তদন্ত এবং গ্রেফতারি। আশাকরি পুলিশ ব্যবস্থা নেবে।”
অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, “ঘন ঘন অভিযোগ আসছে। এ নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তবে ৬০০-র মতো অভিযোগ সমাধান করা হয়েছে। আমাদের কাছে তাড়াতাড়ি খবর আসে। সব সময় কন্ট্রোলরুম খোলা রয়েছে। আমাদের আধিকারিকদের কাছেও ফোন আসছে। কমিশন সমাধানও করছে।”
অন্য দিকে, পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি,“৪৬টা বুথে গন্ডগোল হচ্ছে। আর মোট বুথ ৬১ হাজারেরও বেশি। তাই ভোট প্রহসন, এটা কথা বলার কোনো জাস্টিফিকেশন নেই।” পাশাপাশি তিনি বলেন, “কিছু মৃত্যু হয়েছে। অনভিপ্রেত। আমাদের কর্মীরাদের মৃত্যু হয়েছে। আমাদের কর্মীদের টার্গেট করে মারছে বিজেপি।”
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে রাস্তায় রাজ্যপাল! কী ‘আশা’ করেছিলেন, আর কী পেলেন সিভি আনন্দ বোস