Homeখবররাজ্য২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, ওই দিন ব্যাঙ্ক, বিমা সংস্থা ক'টায় খুলবে?

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, ওই দিন ব্যাঙ্ক, বিমা সংস্থা ক’টায় খুলবে?

প্রকাশিত

কলকাতা: আগামী সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। ওই দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা সংস্থা এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলি।

সোমবার পুরোপুরি বন্ধ থাকছে না সরকারি ব্যাঙ্ক। অর্ধ দিবসের জন্য খোলা থাকবে ব্যাঙ্ক। ২২ জানুয়ারী (সোমবার) অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে, দিনটিতে স্মরণীয় করে রাখতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি সেই দিন অর্ধ দিবসের জন্য বন্ধ থাকবে।

কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সোমবার কেন্দ্রীয় সরকারি অফিসগুলির জন্য অর্ধ দিবস বন্ধের আদেশ জারি করেছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামলালার প্রাণ প্রতিস্থা উদযাপনে কর্মীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক, বিমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।

বৃহস্পতিবারই এ নিয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সেন্ট্রাল ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় সরকারে শিল্প সংস্থাকে অর্ধেক দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তার পরই ব্যাঙ্ক খোলা রাখার বিষয়েও এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা পূর্ণ বা অর্ধ দিবসের জন্য বন্ধ রাখতে হলে এনআই আইনে ছুটি ঘোষণা করতে হয়। যে কারণে ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তবে, ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্কের ছুটির তালিকা অনুসারে বেসরকারি ব্যাঙ্কগুলি পূর্ণদিবসের জন্য খোলা থাকার কথা।

প্রসঙ্গত,  ২২ জানুয়ারি, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ পুজোর মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। দূরদর্শনে সেই মুহূর্তের দৃশ্যও সম্প্রচার করা হবে।

আরও পড়ুন: সুন্দরবনের সজনেখালিতে ৪ দিনের পাখি উৎসব

সাম্প্রতিকতম

নয়া মডেলের স্মার্টফোন বাজারে আনল স্যামসাঙ, গ্যালাক্সি এম৩৫ ৫জি

বিখ্যাত বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্যামসাঙ তাদের ‘এম’ সিরিজের অধীনে নয়া মডেলের স্যামসাঙ গ্যালাক্সি...

বাড়ির কোনদিকের দেওয়ালে পারিবারিক ছবি রাখবেন, কী বলছে বাস্তুশাস্ত্র

আমরা প্রত্যেকেই প্রিয়জনের সঙ্গে কাটানো ব্যক্তিগত স্মরণীয় প্রিয় মুহুর্তকে ক্যামরাবন্দি করে ছবির আকারে রেখে...

নিট সংশোধিত মেধা তালিকা প্রকাশ, শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা ৬১ থেকে নামল ১৭-য়

স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর চূড়ান্ত পুনঃসংশোধিত ফলাফল এবং সংশোধিত মেধা তালিকা...

তেঁতুল জলেই ঝরুক মেদ, তেঁতুলে ঠেকান ডায়াবেটিস, সারান পেপটিক আলসার

ডাল হোক কিংবা সবজির তরকারি, রান্নায় টক স্বাদ আনতে জুড়ি মেলা ভার তেঁতুলের ক্বাথের।...

আরও পড়ুন

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?