Homeখবররাজ্য৫৫ দিন পর পুলিশের জালে সন্দেশখালির শাহজাহান

৫৫ দিন পর পুলিশের জালে সন্দেশখালির শাহজাহান

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: ৫৫ দিন ‘নিখোঁজ’ থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। পুলিশ সূত্রে দাবি, তাঁকে মিনাখাঁ থেকে গ্রেফতার করে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

শাহজাহানের গ্রেফতারিতে কোথাও একটা আইনি জটিলতা থেকেই যাচ্ছিল। সে কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।”

গত ৫ জানুয়ারি থেকেই এ রাজ্যের সবচেয়ে আলোচ্য নাম হয়ে উঠেছিল শাহজাহান। শাহজাহান শেখ কোথায় ? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এই প্রশ্নই এতদিন ছিল সবার মুখে। তাঁর ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিলেন ‘সন্দেশখালির বাঘ’।

এরই মধ্যে গত সোমবার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের কোনো বাধা নেই বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার পরই তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ টুইট করে জানিয়েছিলেন, আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করা হবে শাহজাহানকে।

সূত্রের খবর, গ্রেফতারের পর আদালতের লকআপে রাখা হয়েছে তাঁকে। বৃহস্পতিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে। সকাল ৯টায় মিনাখাঁ থানায় সাংবাদিক বৈঠক করবেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূলের নেতা শান্তনু সেন সংবাদ মাধ্যমের কাছে বলেন, “শেখ শাহজাহানের গ্রেফতারি প্রমাণ করে আমাদের সরকার রাজধর্ম পালন করে। আমরা পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দল। ঠিক একইভাবে এবার গ্রেফতার শেখ শাহজাহান।”

আরও পড়ুন: সংকটে কংগ্রেস সরকার, ‘ট্রাবলশুটার’কে হিমাচলে পাঠাল কংগ্রেস

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।