হুগলি : প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কে গুলি করে খুন এক ব্যক্তিকে। খুনের পরই ঘটনাস্থল থেকে চম্পট দিল দুষ্কৃতীরা। যদিও একজনের কপালে মিলল না পালিয়ে বাঁচার সুযোগ। মাত্র কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকেও।
ঘটনাটি ঘটেছে হুগলি বর্ধমান জাতীয় সড়কে কোচমালি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যাচ্ছে, মেমোরির দিক থাকে আসছিল একটি বড় গাড়ি। ওই এলাকায় পৌঁছাতেই গাড়ি থেকে নেমে গাড়ির চালককে লক্ষ করে গুলি চালায় গাড়িতে থাকা অন্যান্যরা। এরপরেই এলাকা থেকে চম্পট দেয় তাঁরা। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম উদয়ন বিশ্বাস। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি পূর্ব বর্ধমান জেলার মেমারীর বাসিন্দা। মৃত ব্যক্তির পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ। আর তাতেই মিলেছে যাবতীয় তথ্য।
তবে কি কারনে গাড়ির ড্রাইভারকে খুন করা হল, কেনই বা ওই গাড়িটি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে পান্ডুয়া থানার পুলিশ।
আরও পড়ুন : ভয়াবহ ভূমিকম্প তুরস্কে, আহত অন্তত ৬০০