তুরস্ক : মাত্র দু সপ্তাহের ব্যবধান। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০০ জন। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আর এই শক্তিশালী কোম্পরের জেরে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা তুর্কি প্রশাসনের।
গতকাল অর্থাৎ সোমবার বিকেলে ফির ভূমিকম্প দেখা যায় তুরস্কে। এর আগে চলতি মাসের ৬ তারিখ তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল। প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ। আহত বহু। প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, রবিবার শেষ হয়েছিল উদ্ধার কাজ। আর সোমবার ফের ভূমিকম্প তুরস্কে।
সোমবার তুরস্কের হাতায় ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনার প্রভাব পড়েছে সিরিয়া, লেবানন এবং মিশরে। যদিও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, প্রথম ভূমিকম্প হওয়ার পরেই একাধিক নাগরিককে অন্যত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর সে কারণেই নতুন করে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কম। তবে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই গুরুতর চোট পেয়েছেন। আর তাতে কিছুটা চিন্তা বাড়ছে প্রশাসনের।
আরও পড়ুন : আবারও মিড ডে মিল ঘিরে বিতর্ক, কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া