Homeরাজ্যশিলিগুড়িনেওড়াভ্যালি ন্যাশনাল পার্ককে আরও আকর্ষণী করতে বিশেষ উদ্যোগ বন দফতরের

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ককে আরও আকর্ষণী করতে বিশেষ উদ্যোগ বন দফতরের

প্রকাশিত

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ, সিকিম এবং ভুটানের মিলনস্থলে অবস্থিত নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ককে আরও আকর্ষণী করতে উদ্যোগ নিচ্ছে বন দফতর। পূর্ব হিমালয়ের শেষ অবশিষ্ট বাস্তুতন্ত্রগুলির মধ্যে অন্যতম এই নেওড়া উপত্যকায় বন দফতর, লাভায় পৃথক অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের অফিস চালু করতে চলেছে।

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক একটি বিশাল বনাঞ্চল যা ৩০ মিটার থেকে ৩২০০ মিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত। র‍্যাচেল ডান্ডা নেওড়া উপত্যকার সর্বোচ্চ বিন্দু যা ১০,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই পার্কে নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় গাছপালা এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে। এখানে কিছু বিরল স্থানীয় প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং পাখি দেখা যায়।

প্রতি বছর মার্চ এবং এপ্রিল মাসে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে বিভিন্ন প্রকারের ফুল সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়। পাখি দেখার জন্য, ডিসেম্বর থেকে মার্চ মাস হলো সেরা সময়। তবে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে, জাতীয় উদ্যানটি বন্ধ থাকে।

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাঘের আবাসস্থল দেখাশোনা সহজতর করতে বন দফতর লাভায় নতুন অফিস চালু করতে চলেছে। এই অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, যিনি বনাধিকারিক পদমর্যাদার হবেন, সহ রেঞ্জ অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর এবং আরও অন্যান্য কর্মী থাকবেন।

নেওড়াভ্যালির উচ্চতায় বনকর্মীদের কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে, খুব প্রয়োজনে বনকর্মীরা ট্রেকিং করে লাভার অফিসে আসতে পারবেন এবং সেখান থেকে যে কোনও প্রয়োজনীয় নির্দেশ পেতে পারবেন। গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে থাকা লাভার এই অফিসের মাধ্যমে নেওড়াভ্যালির জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাঘের আবাসস্থল দেখাশোনা আরও কার্যকর হবে।

নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে খয়ের, শিশু, শিরীষ প্রভৃতি বৃক্ষ দেখা যায়। এছাড়া, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বনবিড়াল, কালো ভল্লুক, কাঠবিড়ালি, লাল পাণ্ডা, দেশি বনরুই, সম্বর হরিণ, গোরাল, বন ছাগল এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।