Homeভ্রমণভ্রমণের খবরনেওড়াভ্যালি ন্যাশনাল পার্ককে আরও আকর্ষণী করতে বিশেষ উদ্যোগ বন দফতরের

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ককে আরও আকর্ষণী করতে বিশেষ উদ্যোগ বন দফতরের

প্রকাশিত

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ, সিকিম এবং ভুটানের মিলনস্থলে অবস্থিত নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ককে আরও আকর্ষণী করতে উদ্যোগ নিচ্ছে বন দফতর। পূর্ব হিমালয়ের শেষ অবশিষ্ট বাস্তুতন্ত্রগুলির মধ্যে অন্যতম এই নেওড়া উপত্যকায় বন দফতর, লাভায় পৃথক অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের অফিস চালু করতে চলেছে।

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক একটি বিশাল বনাঞ্চল যা ৩০ মিটার থেকে ৩২০০ মিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত। র‍্যাচেল ডান্ডা নেওড়া উপত্যকার সর্বোচ্চ বিন্দু যা ১০,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই পার্কে নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় গাছপালা এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে। এখানে কিছু বিরল স্থানীয় প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং পাখি দেখা যায়।

প্রতি বছর মার্চ এবং এপ্রিল মাসে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে বিভিন্ন প্রকারের ফুল সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়। পাখি দেখার জন্য, ডিসেম্বর থেকে মার্চ মাস হলো সেরা সময়। তবে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে, জাতীয় উদ্যানটি বন্ধ থাকে।

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাঘের আবাসস্থল দেখাশোনা সহজতর করতে বন দফতর লাভায় নতুন অফিস চালু করতে চলেছে। এই অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, যিনি বনাধিকারিক পদমর্যাদার হবেন, সহ রেঞ্জ অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর এবং আরও অন্যান্য কর্মী থাকবেন।

নেওড়াভ্যালির উচ্চতায় বনকর্মীদের কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে, খুব প্রয়োজনে বনকর্মীরা ট্রেকিং করে লাভার অফিসে আসতে পারবেন এবং সেখান থেকে যে কোনও প্রয়োজনীয় নির্দেশ পেতে পারবেন। গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে থাকা লাভার এই অফিসের মাধ্যমে নেওড়াভ্যালির জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাঘের আবাসস্থল দেখাশোনা আরও কার্যকর হবে।

নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে খয়ের, শিশু, শিরীষ প্রভৃতি বৃক্ষ দেখা যায়। এছাড়া, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বনবিড়াল, কালো ভল্লুক, কাঠবিড়ালি, লাল পাণ্ডা, দেশি বনরুই, সম্বর হরিণ, গোরাল, বন ছাগল এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।

নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।