কলকাতা: সোমবার রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে বর্ষা দক্ষিণবঙ্গের উপর খানিক সদয় হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
আজ সারা দিন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস। এ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু জয়ীয় বাস্পের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়। রবিবার থেকেই সেটি হয়েছে আরও শক্তিশালী। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পঙের দিকে নামতে পারে ধস। মালদহ, কোচবিহার ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ‘৫ মাসের মধ্যে পড়ে যাবে তৃণমূলের সরকার’, শান্তনুর ‘গ্যারান্টি’তে সায় সুকান্তর