Homeখেলাধুলোআন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বজবজের সুস্মিত নস্করের নজির, দুটি স্বর্ণপদক জয়

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বজবজের সুস্মিত নস্করের নজির, দুটি স্বর্ণপদক জয়

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্য়ায়: বিশ্ব দরবারে আবারও দক্ষিণ ২৪ পরগনার নাম উজ্জ্বল করল বজবজের সুস্মিত নস্কর। মাত্র দশম শ্রেণির এই প্রতিভাবান ছাত্র আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জিতে তাক লাগিয়ে দিয়েছে। বজবজ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নস্করপাড়ার বাসিন্দা, যোধপুর পার্ক বয়েজ স্কুলের ছাত্র সুস্মিত আগেও আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জিতেছে, আর এবার তার ঝুলিতে যোগ হলো আরও দুটি সোনার পদক।

বিশাখাপত্তনমে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত যোগা বিশ্বকাপে ১৪-১৭ বছর বয়সি বিভাগে অংশ নিয়ে সে সোনা জয় করে। পাশাপাশি, সিঙ্গাপুরে আয়োজিত ‘এশিয়া যোগা ফেডারেশন’-এর দশম এশিয়া কাপে সে দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করে। এই প্রতিযোগিতায় ১২টি দেশের ৫০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সুস্মিত এবং যোগা ট্র্যাডিশনাল বিভাগে স্বর্ণপদক জিতে দেশের সম্মান বাড়িয়েছে।

শুধু স্বর্ণপদকই নয়, সুস্মিত আরও দুটি রুপোর পদক এবং একটি ব্রোঞ্জ পদকও জিতেছে—একটি রুপো সে পেয়েছে আর্টিস্টিক সোলো ইভেন্টে এবং অন্যটি যৌথ বিভাগে।

মাত্র সাত বছর বয়সে যোগার প্রতি আগ্রহ জন্মায় সুস্মিতের। ধাপে ধাপে জেলা, রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পর এবার আন্তর্জাতিক মঞ্চেও নিজের দক্ষতা প্রমাণ করল সে।

তবে এই সাফল্যের পথে সুস্মিতকে একাধিক আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার বাবা স্বপন নস্কর একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ জোগাড় করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এই অবস্থায় পরিবারের আবেদন, যদি কোনো সুহৃদয় ব্যক্তি বা সংস্থা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে সুস্মিত ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।

পরিবারের পাশে দাঁড়িয়েছেন বজবজের বিধায়ক অশোক দেবও। তার সাহায্য সুস্মিতের স্বপ্নপূরণে সহায়ক হয়েছে বলে জানিয়েছেন সুস্মিতের মা।

যোগার পাশাপাশি সুস্মিতের ভালোবাসা রয়েছে আঁকার প্রতি, তবে ব্যস্ততার কারণে এখন তাতে সময় দিতে পারে না।

আন্তর্জাতিক স্তরে দেশকে গর্বিত করায় শুধু সুস্মিতের পরিবার নয়, গর্বিত সমগ্র বজবজের মানুষ এবং দক্ষিণ ২৪ পরগনা। সুস্মিতের এই সাফল্য ভবিষ্যতে আরও তরুণদের অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।