Homeরাজ্যদঃ ২৪ পরগনালোকাল ট্রেনে খাবার বিক্রির দায়িত্ব কর্পোরেট সংস্থাকে! বিরোধিতায় পথে নামল এপিডিআর

লোকাল ট্রেনে খাবার বিক্রির দায়িত্ব কর্পোরেট সংস্থাকে! বিরোধিতায় পথে নামল এপিডিআর

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রেলের কর্তৃপক্ষের তরফে বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার এপিডিয়ারের উদ্যোগে জয়নগর মজিলপুর স্টেশনে প্রতিবাদ কর্মসূচি ও পথসভা পালন করা হল।

সম্প্রতি এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হাওড়া-শিয়ালদহ লাইনের লোকাল ট্রেনে হকারি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। শোনা যাচ্ছে, নয়ডার এক কর্পোরেট সংস্থাকে ট্রেনে চা-ঝালমুড়ি ইত্যাদি খাবার বিক্রির দায়িত্ব দেওয়া হচ্ছে। এই নির্দেশিকা কার্যকর হলে ওই নির্দিষ্ট সংস্থার নির্দিষ্ট কর্মী ছাড়া অন্য কেউ ট্রেনে হকারি করতে পারবে না। পারবে না রেল নির্ধারিত কোম্পানি যা সামগ্রী বিক্রি করবে, তা বিক্রি করতে।

এ রকম কিছু ঘটলে হকারদের জিনিস বাজেয়াপ্ত করা হবে, এমনকী গ্রেফতারও করা হতে পারে। এপিডিআর-এর মতে, রেলের এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে, ট্রেন ও প্ল্যাটফর্ম হকারদের জীবন জীবিকা ধ্বংস করবে। ফলে তাদের উচ্ছেদের বিরুদ্ধে এপিডিআর জয়নগর ও গোচরণ-দক্ষিণ বারাসাত শাখার উদ্যোগে ও জয়নগর হকার বৃন্দের সহযোগিতায় জয়নগর-মজিলপুর স্টেশন চত্বরে একটি পথসভা হয়।

এই পথসভা থেকে এলাকার সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়, অবিলম্বে হকার উচ্ছেদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের রুটিরুজির পথ বন্ধ করে তাদের কার্যত মৃত্যুমুখে ঠেলে দেওয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার। জাতীয় সম্পত্তি রেলের বেসরকারিকরণের যে চক্রান্ত তার বিরুদ্ধে সরব হওয়ার। হকার শ্রমিক-ভাই বোনদের পাশে দাঁড়িয়ে জোট বাঁধার।

এই পথসভায় উপস্থিত ছিলেন এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর, জেলা সম্পাদক আলতাফ আহমেদ, সহ-সম্পাদক মিঠুন মণ্ডল-সহ জয়নগর শাখা ও গোচরন দক্ষিণ বারাশত শাখার সদস্যরা।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রক, শুরু নতুন জল্পনা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।