Home রাজ্য দঃ ২৪ পরগনা লোকাল ট্রেনে খাবার বিক্রির দায়িত্ব কর্পোরেট সংস্থাকে! বিরোধিতায় পথে নামল এপিডিআর

লোকাল ট্রেনে খাবার বিক্রির দায়িত্ব কর্পোরেট সংস্থাকে! বিরোধিতায় পথে নামল এপিডিআর

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রেলের কর্তৃপক্ষের তরফে বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার এপিডিয়ারের উদ্যোগে জয়নগর মজিলপুর স্টেশনে প্রতিবাদ কর্মসূচি ও পথসভা পালন করা হল।

সম্প্রতি এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হাওড়া-শিয়ালদহ লাইনের লোকাল ট্রেনে হকারি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। শোনা যাচ্ছে, নয়ডার এক কর্পোরেট সংস্থাকে ট্রেনে চা-ঝালমুড়ি ইত্যাদি খাবার বিক্রির দায়িত্ব দেওয়া হচ্ছে। এই নির্দেশিকা কার্যকর হলে ওই নির্দিষ্ট সংস্থার নির্দিষ্ট কর্মী ছাড়া অন্য কেউ ট্রেনে হকারি করতে পারবে না। পারবে না রেল নির্ধারিত কোম্পানি যা সামগ্রী বিক্রি করবে, তা বিক্রি করতে।

এ রকম কিছু ঘটলে হকারদের জিনিস বাজেয়াপ্ত করা হবে, এমনকী গ্রেফতারও করা হতে পারে। এপিডিআর-এর মতে, রেলের এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে, ট্রেন ও প্ল্যাটফর্ম হকারদের জীবন জীবিকা ধ্বংস করবে। ফলে তাদের উচ্ছেদের বিরুদ্ধে এপিডিআর জয়নগর ও গোচরণ-দক্ষিণ বারাসাত শাখার উদ্যোগে ও জয়নগর হকার বৃন্দের সহযোগিতায় জয়নগর-মজিলপুর স্টেশন চত্বরে একটি পথসভা হয়।

এই পথসভা থেকে এলাকার সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়, অবিলম্বে হকার উচ্ছেদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের রুটিরুজির পথ বন্ধ করে তাদের কার্যত মৃত্যুমুখে ঠেলে দেওয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার। জাতীয় সম্পত্তি রেলের বেসরকারিকরণের যে চক্রান্ত তার বিরুদ্ধে সরব হওয়ার। হকার শ্রমিক-ভাই বোনদের পাশে দাঁড়িয়ে জোট বাঁধার।

এই পথসভায় উপস্থিত ছিলেন এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর, জেলা সম্পাদক আলতাফ আহমেদ, সহ-সম্পাদক মিঠুন মণ্ডল-সহ জয়নগর শাখা ও গোচরন দক্ষিণ বারাশত শাখার সদস্যরা।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রক, শুরু নতুন জল্পনা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version