Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

সুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

প্রকাশিত

সুন্দরবনের জঙ্গলে ‘ফিরে গেল’ কুলতলির বাঘ, স্বস্তির নিঃশ্বাস গ্রামে

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গ্রামে প্রবেশ করা রয়্যাল বেঙ্গল টাইগার অবশেষে তার ডেরায় ফিরে গিয়েছে। বাঘটির পায়ের ছাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই জানিয়েছেন বনকর্মীরা। কুলতলির উত্তর বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে প্রবেশ করেছে বাঘটি। বনকর্মীদের এই বার্তার পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা।

সোমবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লি ও কিশোরীমোহনপুরে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। এর পরেই বনকর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা বাঘের সন্ধানে তল্লাশি শুরু করেন। গত দু’দিন ধরে জঙ্গলে অনুসন্ধান চললেও বাঘের নাগাল মেলেনি। তবে কখনও গর্জনের শব্দ, কখনও আবার পায়ের ছাপের মাধ্যমে তার উপস্থিতির প্রমাণ মিলেছে।

বাঘকে জঙ্গলে ফেরানোর জন্য বন দফতর একাধিক পদক্ষেপ নেয়। কুলতলির উত্তর জগদ্দল সংলগ্ন এলাকায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ পেয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। খাঁচা পাতা হয়, টোপ হিসেবে রাখা হয় ছাগল। মঙ্গলবার রাতে বাঘটি অবস্থান বদলে উত্তর-পূর্ব দিকে সরে যায়।

বুধবার সকালে বনকর্মীরা নিশ্চিত হন, বাঘটি ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে সুন্দরবনের আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, “বাঘটি জঙ্গলে ফিরে যাওয়ায় গ্রামবাসীদের আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে।”

গ্রামের বাসিন্দারা বাঘের জঙ্গলে ফিরে যাওয়ার খবরে খানিকটা স্বস্তি পেয়েছেন। তবে তাঁরা বন দফতরকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক।

এই ঘটনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে বন দফতরের দক্ষতা ও প্রচেষ্টা আবারও প্রমাণিত হয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তার চেনা পরিবেশে ফিরে যাওয়ায় পরিবেশপ্রেমীদের মধ্যেও স্বস্তির বাতাবরণ।

বারবার অবস্থান বদল, কুলতলির সেই রয়্যাল বেঙ্গল এ বার মৈপীঠে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।