শিয়ালদহ বনগাঁ শাখার পরে এবার দক্ষিণ শাখাতেও যাত্রীদের স্বস্তি দিতে বড় উদ্যোগ নিল পূর্ব রেল। সোনারপুর, বালিগঞ্জ এবং ডায়মন্ড হারবার রুটে যাত্রীদের চাপ সামাল দিতে তিনটি নতুন ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রের খবর, ইতিমধ্যেই এই নতুন ট্রেনগুলির সময়সূচি চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই চলাচল শুরু করবে ট্রেনগুলি।
- নতুন ট্রেনগুলির সময়সূচি অনুযায়ী—
- প্রথম ট্রেনটি সোনারপুর থেকে ছাড়বে ভোর ৫টায় এবং পৌঁছাবে ডায়মন্ড হারবার।
- দ্বিতীয় ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৬:৩০টায় এবং পৌঁছাবে বালিগঞ্জ সকাল ৭:৫৬টায়।
- তৃতীয় ট্রেনটি চলবে বালিগঞ্জ থেকে সোনারপুরে। ছাড়বে সকাল ৮:১৪টায় এবং পৌঁছাবে ৮:৩৩টায়।
শুধু নতুন ট্রেন নয়, বদল আনা হচ্ছে একটি পুরনো ট্রেনের সময়সূচিতেও।
✅ ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল এখন থেকে ১০ মিনিট আগে ছাড়বে।
আগে ট্রেনটি ছাড়ত ভোর ৪:৫০টায়, এখন ছাড়বে ৪:৪০টায়। ফলে ডায়মন্ড হারবার পৌঁছাবে সকাল ৫:৪৫টায়, যা আগে ছিল ৫:৫৫।
শিয়ালদহ রেল বিভাগের ডিআরএম জানিয়েছেন, “সকালে ডায়মন্ড হারবার লাইনে যাত্রীদের চাপ অত্যন্ত বেশি। নতুন ট্রেন চালু হলে ভোগান্তি অনেকটাই কমবে। বালিগঞ্জগামী যাত্রীরাও উপকৃত হবেন।”
প্রসঙ্গত, এর আগে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ রুটে পাঁচটি নতুন ইএমইউ চালু করে রেল। এবার দক্ষিণ শাখাতেও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে উদ্যোগ। অফিস টাইম, স্কুল-কলেজগামী যাত্রীদের জন্য এই নতুন ট্রেনগুলি বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে রেলমহল।
রেলের আধিকারিকরা জানাচ্ছেন, বিভিন্ন সেকশনে যাত্রী ভিড়ের পরিমাণ অনুযায়ী ভবিষ্যতেও আরও নতুন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।