Homeখবররাজ্যবিতর্কের ৯ বছর পর প্রশাসনের বড় কর্তাদের নজরদারিতে ফের এসএসসি পরীক্ষা

বিতর্কের ৯ বছর পর প্রশাসনের বড় কর্তাদের নজরদারিতে ফের এসএসসি পরীক্ষা

প্রকাশিত

সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষা

২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে বাতিল হয় সেই নিয়োগপ্যানেল। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নতুন করে আয়োজন করা হচ্ছে পরীক্ষা। রবিবার অনুষ্ঠিত হবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা।

প্রশাসনের প্রস্তুতি ও নজরদারি

শনিবার বিকেল ৪টেয় জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে নির্দেশ দেওয়া হয়—

  • এসএসসির গাইডলাইন মেনে পরীক্ষা আয়োজন করতে হবে।
  • রাস্তায় প্রশাসন সজাগ থাকবে।
  • প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক দায়িত্বে থাকবেন।
  • পরীক্ষাকেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা।
  • পরিবহণ দফতরকে বাস বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেলকে বাড়তি লোকাল ট্রেন চালানোর অনুরোধ জানানো হয়েছে।

এসএসসি সদর দফতর ও আঞ্চলিক দফতরে খোলা হবে কন্ট্রোল রুম। রাজ্যের স্কুল শিক্ষা দফতরও চালু করবে কন্ট্রোল রুম।

পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্র সংখ্যা

  • নবম-দশম (৮ সেপ্টেম্বর): পরীক্ষার্থী ৩,১৯,৯১৯, মোট কেন্দ্র ৬৩৬
  • একাদশ-দ্বাদশ (১৪ সেপ্টেম্বর): পরীক্ষার্থী ২,৪৬,৫০০, মোট কেন্দ্র ৪৭৮

পরীক্ষার সময়সূচি

  • প্রশ্নপত্র পৌঁছবে সকাল ১০টা–১০.৩০টার মধ্যে।
  • পরীক্ষার্থীদের প্রবেশ সকাল ১০টা থেকে।
  • প্রবেশের শেষ সময় সকাল ১১.৪৫।
  • প্রশ্নপত্র বিতরণ ১১.৪৫ থেকে, তখন কেবল নাম লেখা যাবে।
  • পরীক্ষা শুরু দুপুর ১২টায়।

পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলি

  • দেহতল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে।
  • এসএসসির ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
  • পরিচয়পত্র বাধ্যতামূলক।
  • ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর নিষিদ্ধ।
  • জলের বোতল ও কলম স্বচ্ছ হতে হবে।
  • বিশেষভাবে সক্ষমরা পাবেন আধঘণ্টা অতিরিক্ত সময়।
  • পরীক্ষা চলাকালীন কেউ হলে থেকে বেরোতে পারবেন না।

প্রশ্নপত্র ও ওএমআর শিটে সুরক্ষা

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন—

  • প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা নিরাপত্তা বৈশিষ্ট্য।
  • বেআইনি কিছু হলে আধঘণ্টার মধ্যে ধরা যাবে।
  • অ্যাডমিট কার্ড স্ক্যান করার ব্যবস্থা থাকবে।
  • পরীক্ষার্থীরা এবার ওএমআরের কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন।
  • ওএমআর শিট সংরক্ষণ হবে পরীক্ষার পর ২ বছর, স্ক্যান কপি থাকবে ১০ বছর পর্যন্ত।
  • ওএমআরে অশ্লীল মন্তব্য, ছবি বা প্রতীক থাকলে পরীক্ষা বাতিল করা হবে।

ভবিষ্যৎ প্রক্রিয়া

পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর এসএসসির ওয়েবসাইটে প্রকাশ হবে ‘আনসার কি’। পরীক্ষার্থীরা কার্বন কপির সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তাঁদের উত্তর। নতুন বিধি অনুযায়ী, তৈরি হওয়া প্যানেলের মেয়াদ এক বছর, প্রয়োজনে আরও ছ’মাস বাড়ানো যাবে।

আরও পড়ুন: SSC পরীক্ষা কি দাগিমুক্ত? আগের দিনেও স্পষ্ট জবাব দিতে পারল না কমিশন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।