সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষা
২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে বাতিল হয় সেই নিয়োগপ্যানেল। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নতুন করে আয়োজন করা হচ্ছে পরীক্ষা। রবিবার অনুষ্ঠিত হবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা।
প্রশাসনের প্রস্তুতি ও নজরদারি
শনিবার বিকেল ৪টেয় জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে নির্দেশ দেওয়া হয়—
- এসএসসির গাইডলাইন মেনে পরীক্ষা আয়োজন করতে হবে।
- রাস্তায় প্রশাসন সজাগ থাকবে।
- প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক দায়িত্বে থাকবেন।
- পরীক্ষাকেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা।
- পরিবহণ দফতরকে বাস বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেলকে বাড়তি লোকাল ট্রেন চালানোর অনুরোধ জানানো হয়েছে।
এসএসসি সদর দফতর ও আঞ্চলিক দফতরে খোলা হবে কন্ট্রোল রুম। রাজ্যের স্কুল শিক্ষা দফতরও চালু করবে কন্ট্রোল রুম।
পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্র সংখ্যা
- নবম-দশম (৮ সেপ্টেম্বর): পরীক্ষার্থী ৩,১৯,৯১৯, মোট কেন্দ্র ৬৩৬
- একাদশ-দ্বাদশ (১৪ সেপ্টেম্বর): পরীক্ষার্থী ২,৪৬,৫০০, মোট কেন্দ্র ৪৭৮
পরীক্ষার সময়সূচি
- প্রশ্নপত্র পৌঁছবে সকাল ১০টা–১০.৩০টার মধ্যে।
- পরীক্ষার্থীদের প্রবেশ সকাল ১০টা থেকে।
- প্রবেশের শেষ সময় সকাল ১১.৪৫।
- প্রশ্নপত্র বিতরণ ১১.৪৫ থেকে, তখন কেবল নাম লেখা যাবে।
- পরীক্ষা শুরু দুপুর ১২টায়।
পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলি
- দেহতল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে।
- এসএসসির ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
- পরিচয়পত্র বাধ্যতামূলক।
- ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর নিষিদ্ধ।
- জলের বোতল ও কলম স্বচ্ছ হতে হবে।
- বিশেষভাবে সক্ষমরা পাবেন আধঘণ্টা অতিরিক্ত সময়।
- পরীক্ষা চলাকালীন কেউ হলে থেকে বেরোতে পারবেন না।
প্রশ্নপত্র ও ওএমআর শিটে সুরক্ষা
এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন—
- প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা নিরাপত্তা বৈশিষ্ট্য।
- বেআইনি কিছু হলে আধঘণ্টার মধ্যে ধরা যাবে।
- অ্যাডমিট কার্ড স্ক্যান করার ব্যবস্থা থাকবে।
- পরীক্ষার্থীরা এবার ওএমআরের কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন।
- ওএমআর শিট সংরক্ষণ হবে পরীক্ষার পর ২ বছর, স্ক্যান কপি থাকবে ১০ বছর পর্যন্ত।
- ওএমআরে অশ্লীল মন্তব্য, ছবি বা প্রতীক থাকলে পরীক্ষা বাতিল করা হবে।
ভবিষ্যৎ প্রক্রিয়া
পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর এসএসসির ওয়েবসাইটে প্রকাশ হবে ‘আনসার কি’। পরীক্ষার্থীরা কার্বন কপির সঙ্গে মিলিয়ে নিতে পারবেন তাঁদের উত্তর। নতুন বিধি অনুযায়ী, তৈরি হওয়া প্যানেলের মেয়াদ এক বছর, প্রয়োজনে আরও ছ’মাস বাড়ানো যাবে।
আরও পড়ুন: SSC পরীক্ষা কি দাগিমুক্ত? আগের দিনেও স্পষ্ট জবাব দিতে পারল না কমিশন