Homeখবররাজ্যআরজি কর-কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশিকা রাজ্য সরকারের

আরজি কর-কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশিকা রাজ্য সরকারের

প্রকাশিত

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা বাড়াতে ১৭ দফা পদক্ষেপের ঘোষণা করেছে। শনিবার নবান্নে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলির বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। বৈঠকে মহিলাদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বলে জানান আলাপন।

প্রধান পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হলো, রাতের কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার জন্য ‘রাত্তিরের সাথী’ নামক একটি মোবাইল অ্যাপ চালু করা। এই অ্যাপের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে নিকটবর্তী থানার সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা যাবে। এছাড়া, পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার সহযোগিতায় একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করা হচ্ছে, যার মূল কাজ হবে রাতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা।

সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে মহিলাদের জন্য পৃথক বিশ্রামকক্ষ, শৌচালয় এবং প্রতিটি তলায় জলের বন্দোবস্ত বাধ্যতামূলক করা হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে কোনোরকম আপস না করতে রাজ্য সরকারের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, প্রত্যেক কর্মীর জন্য গলায় পরিচয়পত্র ঝোলানো বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে হাসপাতালের অভ্যন্তরে কেউ অননুমোদিতভাবে প্রবেশ করতে না পারে।

প্রতিবাদের জের! ২৪ ঘণ্টার মধ্যে ৪২ চিকিৎসকের বদলি সিদ্ধান্ত স্থগিত

রাজ্য সরকার ঘোষণা করেছে, কোনো পরিস্থিতিতেই মহিলা চিকিৎসকদের ১২ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। এই নির্দেশ সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও প্রযোজ্য হবে। বিশেষভাবে বলা হয়েছে, যেখানে এবং যতদূর সম্ভব মহিলাদের রাতের শিফ্‌ট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে।

‘বিশাখা কমিটি’কে পুনরায় সক্রিয় করার নির্দেশও দেওয়া হয়েছে। এই কমিটি মহিলাদের কর্মস্থলে যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।