Homeখবররাজ্যকলকাতা ও বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি, একাধিক জায়গায় গাছ পড়ে যানজট

কলকাতা ও বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি, একাধিক জায়গায় গাছ পড়ে যানজট

প্রকাশিত

কলকাতা: সোমবার সন্ধ্যায় তুমুল ঝড়বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিকেল থেকে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতার বিস্তীর্ণ এলাকায় এ দিন বিকেলে ঝড় শুরু হয়। একাধিক জায়গায় গাছ পড়ে যানজট।

এ দিন সন্ধে নামার মুখে হঠাৎ করেই দমকা হাওয়া দিয়ে তুমুল ঝড় শুরু হয়, সেই সঙ্গে বৃষ্টি। কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলায় জেলায় ঝড়বৃষ্টি। আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো ভ্যাপসা গরম থেকে মিলল মুক্তি। তবে রেড রোড, লেক গার্ডেন্স, ময়দানের মতো বেশ কিছু জায়গায় ঝড়ে গাছ পড়ে প্রবল যানজটের সৃষ্টি হয়।

storm in kolkata 1 15.05

সন্ধ্যার ঝড়বৃষ্টিতে নাজেহাল কলকাতা। ছবি: রাজীব বসু।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ যে সব জায়গায় ঝড় হয়েছে, সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার মতো ছিল। কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। অর্থাৎ, মোখা যে গতিবেগ নিয়ে কাল মায়ানমারে আছড়ে পড়েছিল তার অর্ধেক।

storm in kolkata 2 15.05

ঝড়ের তাণ্ডব কলকাতায়। ছবি: রাজীব বসু

কিন্তু এই কালবৈশাখীর মাত্র মিনিট পাঁচেকের স্থায়িত্বেই বেশ কিছু জায়গায় গাছ পড়েছে, অনেকের অনেক রকম ক্ষতি হয়েছে।  কারও বাড়ির চাল উড়ে গেছে, কারও নবনির্মিত বাড়ির দেওয়াল পড়ে গিয়েছে দরজা সমেত।

কলকাতায় অনেক জায়গায় গাছ পড়ে যেমন যান চলাচল ব্যাহত হয়েছে তেমনই লোকাল ট্রেন চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।

storm in kolkata 3 15.05

সাহায্যের হাত। ছবি: রাজীব বসু

হাওয়া অফিস বলছে, মঙ্গলবার পর্যন্ত  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এ দিন সবকটি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন: ‘ডিএ আন্দোলনকারীদের জন্যই ৩৬ হাজার ছেলে-মেয়ের চাকরি চলে গেল’, আক্ষেপ মমতার

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

এবার অসুস্থ হয়ে পড়লেন ডা. অনুষ্টুপ, ভর্তি মেডিক্যাল কলেজে

খবর অনলাইনডেস্ক: অনশনরত অবস্থায় একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন, তবুও কোনো হেলদোল...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত