ফের দলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল

0

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন বিজেপি-তে। রবিবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে এসে দলবদল করলেন তিনি।

গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদানের জল্পনা শোনা যাচ্ছে। এই তালিকায় আলিপুরদুয়ার জেলার বিধায়কদের নাম নিয়েও জল্পনা চলছে। একই সঙ্গে সুমনের দলবদলের চর্চা চলছিল। অবশেষে রবিবার তিনি ফুল বদল করলেন।

জানা যায়, সন্ধে ৬টা নাগাদ অভিষেকের অফিসে পৌঁছন সুমন। তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেন অভিষেক। হাতে তুলে দেন দলীয় পতাকা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীকে পরাজিত করে জয়ী হন সুমন। এ বার তিনিই তৃণমূলে চলে এলেন। দলীয় সূত্রের খবর, শীর্ষ নেতাদের কেউ-কেউ বিষয়টি জানলেও স্বাভাবিক কারণেই যোগদানের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে রবিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হতেই এখন তৃণমূলে ক্ষোভ সামনে এসেছে।

অন্য দিকে, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বিধায়কের দলবদল বিজেপি-র জন্য অস্বস্তির কারণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। তবে বিধায়কের দলবদলে বিজেপি রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাবে না বলেই দাবি করেছেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: ভোটপ্রচারে সরগরম ত্রিপুরা! মমতার সফরের মধ্যেই অমিত শাহের সভা

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন