কলকাতা: শাহজাহান মামলা ফের হাইকোর্টেই। বুধবার রাজ্যের আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদনের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
সন্দেশখালির ধৃত তৃণমূল নেতা শাহজাহান শেখকে সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার।
সেই নির্দেশ মতোই শাহজাহানকে পেতে ভবানী ভবনে পৌঁছায় সিবিআই দল। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাদের। কারণ, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সিআইডি যুক্তি দেয় যে হেতু রাজ্য সরকার হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছে রাজ্য, তাই মামলাটি বিচারাধীন। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও শেষরক্ষা হল না।
হাইকোর্টের নির্দেশ বহাল রেখে দিল সর্বোচ্চ আদালত। জানিয়ে দেওয়া হল, শাহজাহানকে তুলে দিতেই হবে সিবিআইয়ের হাতেই। ধৃত শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় রাজ্য পুলিশকে। এ দিন বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে।
কলকাতা হাইকোর্টেই সন্দেশখালি মামলা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না বলেন, রাজ্যের আইনজীবীরা যেন প্রধান বিচারপতির এজলাসে গিয়ে নথি জমা দেন। তার পর প্রধান বিচারপতির কাছে হাই কোর্টের রায়ের প্রতিলিপি এবং তার বিরুদ্ধে রাজ্যের আবেদন জমা দেওয়া হয়।
আরও পড়ুন: শিশু-বান্ধব দুর্যোগ আশ্রয় কেন্দ্রের জন্য রাজ্যের দৃষ্টি আকর্ষণ ইউনিসেফের