ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলার প্রথম শুনানিতে রাজ্যকে নোটিস জারি করেছে। ৭৭টি ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায় সম্পর্কে হলফনামা জমা দিতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে রাজ্যকে ব্যাখ্যা-সহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের বক্তব্য শোনার পর আগামী সপ্তাহের শুক্রবার পরবর্তী শুনানি হবে।
কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০১০ সালের পর তৈরি প্রায় ১২ লাখ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছিল। উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ গত ২২ মে এই নির্দেশ দেয়। হাই কোর্ট জানিয়েছিল, আইন না মেনেই এই শংসাপত্রগুলি তৈরি করা হয়েছিল। ওই নির্দেশের পর রাজ্য সরকার ও অনগ্রসর শ্রেণিভুক্ত কমিশন সুপ্রিম কোর্টে আপত্তি জানায়।
পড়ুন। আজই যুদ্ধ শুরু করতে পারে ইরান, প্রতিরোধে আগাম আঘাত হানার প্রস্তুতি ইজরায়েলের
সোমবারের শুনানিতে রাজ্যের তরফে হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও, প্রধান বিচারপতি তা মঞ্জুর করেননি। তবে, আগামী সপ্তাহের শুনানিতে স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন তিনি।
এই মামলায় রাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়।